বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী ফারজানা বিনতে ওহাব ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার ও বাবুগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান আব্দুল ওহাব খানের কন্যা নব নির্বাচিত চেয়ারম্যান ফারজানা বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি বাবুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানও ছিলেন। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সহধর্মীনি ফারাজানা।
বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, নির্বাচনে ফারজানা বিনতে ওহাব আনারস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন পান ২৫ হাজার ১১৪ ভোট।
অপরদিকে উজিরপুরে হাফিজুর রহমান ইকবাল এবং বানারীপাড়ায় গোলাম ফারুক বিজয়ী হন। উজিরপুর উপজেলায় কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩১ হাজার ২৫৮ ভোট পেয়েছেন চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ সিকদার বাচ্চু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৪৬০ ভোট। দুই হাজার ৭৯৮ ভোট বেশি পেয়ে বেসরকারি ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বানারীপাড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি দোয়াত-কলম প্রতীকের গোলাম ফারুক ৩৪ হাজার ১৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলাদ হোসেন সানা পেয়েছেন ২৮ হাজার ৭৩১ ভোট। এই উপজেলায় ৩৭ ভাগ ভোট পড়েছে বলে উল্লেখ নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ জানান, বাবুগঞ্জে মোট ভোটার ছিল ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন। এর মধ্যে ৫৫ হাজার ২৬৩ জন ভোট দেন। এক হাজার ৬৩৫টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ৫৩ হাজার ৬২৮টি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply