বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালে দীর্ঘসময় পর পূণরায় চাঙ্গা হচ্ছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কার্যক্রম।দীর্ঘসময়ব্যাপী বরিশালে জাসাস’র কার্যক্রম নিষ্ক্রিয় ছিল। সংগঠনের একাধিক সূত্রের ভাষ্য, সাংস্কৃতিক সংগঠক ও নাট্যজন্য এস এম সাব্বির নেওয়াজ সাগর সংগঠনটি গতিশীল করতে উপযোগী সকল দিকের প্রতি লক্ষ্য রেখে পরিকল্পনানুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এরফলে নতুন করে যেনো প্রাণ ফিরে পেতে যাচ্ছে বরিশাল জাসাস। সূত্র বলছে, একসময়ে জাসাসকে বরিশালে প্রতিষ্ঠিত করতে অগ্রনী ভূমিকা রেখেছিলেন সাব্বির নেওয়াজ সাগর। এরইধারাবাহিকতায় জাসাস’র বিভিন্ন ইউনিটে সাংগঠনিক কার্যক্রমে মূখ্য ভূমিকা পালন করে আসছেন তিনি।
এদিকে, বুধবার (২০ সেপ্টেম্বর) বরিশাল জেলা (দ:)’র বাবুগঞ্জ উপজেলা জাসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ‘জাসাস কর্মী সভা-২০২৩’ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি- বরিশাল জেলা জাসাস (দ:) এর আহ্বায়ক সাংস্কৃতিক সংগঠক ও নাট্যজন এস এম সাব্বির নেওয়াজ সাগর। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জাসাস (দ:) এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাঙস্কৃতিক সংগঠক ও FIDAF এর বাঙলাদেশ প্রতিনিধি সাজেদুর রহমান মুনিম, যুগ্ম আহ্বায়ক স্বনামধন্য সুরকার-গীতিকার আবুল কালাম আজাদ, প্রধান বক্তা বরিশাল জেলা জাসাস (দ:) এর সদস্য সচিব ও সমাজ কর্মী আহম্মেদুল কবির বিপ্লব মোল্লা সহ স্থানীয় বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন মো: হুমায়ুন কবির আকন ও সঞ্চালনায় ছিলেন মো: মনিরুজ্জামান মনির।
সভায় প্রধান অতিথি এস এম সাব্বির নেওয়াজ সাগর সংগঠনকে অধিক সুসংগঠিত ও শক্তিশালী করে এই ফ্যাসিবাদী গণতন্ত্র-ভোটাধিকার হরণকারীদের বিতাড়িত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাধ মিলিয়ে একযোগে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply