বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল শহরে রাজীব হোসেন খান নামের এক ছাত্রলীগ নেতা জুতা হাতে তেড়ে গিয়ে কর্মীদের মারধর করে নয়া বিতর্কের জন্ম দিয়েছেন। সর্বত্র সমালোচনার ঝড় বইছে। এই ছাত্রলীগ নেতার এহেন বিতর্কিত কান্ডে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তোলপাড় চলছে।
জুতা নিয়ে তেড়ে যাওয়া ও কর্মীদের ভিডিওর ওই ঘটনা শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলের। ওই দিন পার্বত্য শান্তি চুক্তির রজতজয়ন্তী উপলক্ষে বরিশাল নগরে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচি ছিল। নিজের অনুসারী কর্মীদের নিয়ে খণ্ড র্যালি সহকারে অংশ নেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান।
ভিডিওতে দৃশ্যমান, ফজলুল হক এভিনিউ এলাকা অতিক্রম করার সময় রাজীবের নেতৃত্বের খণ্ড র্যালিটির দ্বিতীয় সারিতে থাকা কর্মীদের দিকে জুতা হাতে নিয়ে ছুটে যান রাজীব খান। এরপর তার কর্মীদের মারধর করতে থাকেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজীবের র্যালিতে তার কিছু লোকজন বিশৃঙ্খলা করছিলেন। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে তার বাম হাতে থাকা জুতা নিয়ে কর্মীদের দিকে দৌড়ে তেড়ে যান এবং জুতা হাতে রেখেই কর্মীদের পেটাতে থাকেন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান সাংবাদিকদের জানান, কর্মীদের শাসন করতেই এমন পরিস্থিতির সৃষ্টি। তবে ঘটনাটি যেভাবে বলা হচ্ছে, আসলে সেরকম নয়, আর সিনিয়র নেতারা তাদেরও তো শাসন করেন।
প্রসঙ্গত, পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে বরিশাল নগর ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply