বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেলেন শ্রমিক নেতা তুষার সেন। সংগঠনের নাজির মহল্লাস্থ জেলা কার্যালয়ে প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট এ. কে আজাদ এর সভাপতিত্বে শনিবার বিকেলে (১৯ অক্টোবর) আহুত এক বর্ধিত সভায় সর্বসন্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভার শুরুতে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-শ্রমিক-জনতার স্মৃতির প্রতি, গার্মেন্টস্ শ্রমিক কাওছার এবং সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, ’৬২ শিক্ষা আন্দোলনের নেতা, আইউব বিরোধী সংগ্রামের নেতা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বরেণ্য রাজনৈতিক নেতা, অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সিদ্ধান্তগুলো হলো- #বর্তমানে দ্রব্যমূল্য সীমাহীনভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ শ্রমিক কর্মচারীদের বেতন মজুরী কমে গেছে। তাই দ্রব্যমূল্যের প্রতিবাদ এবং রেশনিং ব্যবস্থা চালু এবং টিসিবিকে শক্তিশালী করে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয়ের দাবিতে আগামী ২৫ অক্টোবর এক মানববন্ধন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।
#জেলা কমিটির সাধারণ সম্পাদক নানাবিধ কারণে জেলা কমিটির কার্যক্রমে সক্রিয় না থাকার কারণে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তুষার সেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়।
#মহান মুক্তিযুদ্ধের চেতনা, শোষণহীন সমাজ ব্যবস্থা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অঙ্গীকার, বৈষম্য বিলোপ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। তাই শ্রম আইনে সকল প্রকার বৈষম্য দূর করা, কালাকানুন বাতিল করে শ্রম আইনের সংশোধন করা। এই মর্মে শ্রম উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ কর হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply