বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালে নগরীতে দখল-সন্ত্রাস-চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে উঠছে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন এর অনুসারীরা। সাবেক এই ছাত্রদল নেত্রীর অনুসারীরা পুরো নগরজুড়ে মহড়া দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে চলছে। ইতোমধ্যে তার অনুসারীদের বিরুদ্ধে নগরীর বিভিন্নস্থানে দখল সন্ত্রাসের অভিযোগ উঠেছে। অতিসম্প্রতি চাঁদাবাজির টাকা না পাওয়ায় তিনজনকে কুপিয়ে জখম করেছে নাসরিনের অনুসারীরা। আহতরা বর্তমানে রাজধানীতে উন্নত চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে হামলার শিকার কাজী মনিরের স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বরিশাল আদালতে চাঁদাবাজি ও দখল সন্ত্রাসের অভিযোগে মামলা দায়ের করেছেন।
বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর এলাকার বাসিন্দা কাজি আনসার আলী মাস্টারের ছেলে কাজি মনির সাংবাদিকদের বলেন, মহানগর কলেজ রোডে আমাদের ক্রয়কৃত জমিতে বালু ভরাট করতে গেলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনৈতিকভাবে সুবিধা নেয়া সুলতান শরীফের নেতৃত্বে দুই লাখ টাকা চাঁদা দাবি করে হায়দার, ইউসুফ, মামুন এবং লতিফ হালাদারের ছেলে ছাত্রদল নেতা ও বিএনপি নেত্রী নাসরিনের ঘনিষ্ঠ আশিক।
বিএনপির দলীয় একাধিক সূত্রের ভাষ্য, সুলতান শরীফ আ’লীগ নেতা সাবেক প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীমের লোক হিসেবে পরিচিত ছিল। এমনকি জাহিদ ফারুক শামিমকে তিনি ফুলেল শুভেচ্ছাও জানিয়েছিলেন। তখন বিএনপির অনেকেরই ধারণা হয় যে- সুলতান শরীফ আ’লীগে যোগদান করেছেন। কিন্তু গত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর ফের বিএনপিতে ঝুঁকে দলের মস্তবড় নেতা দাবি করে দখল সন্ত্রাস কার্যক্রমে মত্ত হয়ে উঠে। এছাড়া দখল সন্ত্রাসে মত্ত আশিক বরিশাল মহানগর ছাত্রদলের নেতা এবং বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
হামলার শিকার পরিবার সূত্র বলছে- সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমিতে বালু ফেলার সময়ে একদল সন্ত্রাসী এসে বলে আমাদের টাকা না দিলে কোনো কাজ করা যাবেনা। সেসময় তর্কবিতর্ক হলে হায়দার, ইউসুফ, মামুন, আশিক দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা করে।
হামলায় কাজি মনির, তার ভাই ইমরান হোসেন মিথুন ও মিথুনের স্ত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
তবে চাঁদার অভিযোগ অস্বীকার করে আশিক ও হায়দার বলেন, সেদিন তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। সেই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, মারামারির ঘটনায় উভয়পক্ষ অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এসব প্রসঙ্গে জানতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এর ব্যক্তিগত সেলফোনে একাধিকবার ডায়াল করা হলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত : চলতি বছরের রোববার (৭ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর আহবায়ক কমিটি গঠনের বিষয়টি জানান দেন। নবগঠিত কমিটির আহ্বায়ক হন মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। আফরোজা খানম নাসরিন যুগ্ম আহবায়কের পদ পাওয়া এবং দেশের পটপরিবর্তনে ৫ আগস্ট থেকে
তার অনুসারীরা নগরজুড়ে মহড়া দিয়ে আতঙ্কের নগরীতে পরিণত করছে। বিশেষ করে আফরোজা খানম নাসরিনের পালিত গুণ্ডা বাহিনীরা শহরের বিভিন্নস্থানে দখল-সন্ত্রাস ও চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে উঠছে বলে খোদ বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply