বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম, বরিশাল : বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০ টায় চকবাজার রোডে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দাবীগুলোর মধ্যে রয়েছে- সপ্তাহে দেড় দিন ছুটি, নিয়োগ পত্র ,পরিচয় পত্র, কাজের শ্রেণী বিন্যাস করার আইনগত বিধান থাকা সত্ত্বেও মালিকপক্ষ তা মানছে না। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশাল কে বারবার লিখিত এবং মৌখিকভাবে অনুরোধ জানালেও তারা কোন ভূমিকা রাখছে না। অপরদিকে, ২০১৭ সালে বরিশাল জেলা প্রশাসন, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং মালিক-শ্রমিকদের সমন্বয়ে অনুষ্ঠিত সমঝোতা সভায় একটি চুক্তি হয়। ঐ চুক্তিতে বলা হয় ঈদ এবং ধর্মীয় উৎসবের ১৫ দিন বাকী থাকাকালীন দোকানপাটে কর্মরত শ্রমিকরা সাপ্তাহিক ছুটি পাবে না, তবে তারা ওভারটাইম হিসেবে ছুটির দিনের বেতন পাবেন। চাকরিতে যোগদানের দিন থেকে শ্রমিক কর্মচারীরা নিয়োগপত্র, পরিচয় পত্র এবং বাজার মূল্য বিবেচনায় বেতন ও মজুরি নির্ধারণের কথা থাকলেও মালিক পক্ষতা তা বাস্তবায়ন করছে না। এমতাবস্থায় শ্রমিক কর্মচারীরা বাধ্য হয়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
শ্রমিক নেতা স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাড. একে আজাদ, আলাউদ্দিন মোল্লা, আবুল বাসার আকন, রনী তালুকদার, তুষার সেন, আকতার রহমান সপ্রু, জেকে মুকুল, শামীম হাওলাদার, সোহাগ মোল্লা সহ বিভিন্ন বেসিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে শ্রমিক ছাটাই, নির্যাতন, হয়রানি বন্ধ না হলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের সকল রকম বকেয়া বোনাস পরিশোধ করার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানান হয়। জেলা প্রশাসনের দায়িত্বহীনতা এবং শ্রম দপ্তরের দুর্নীতি শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের ক্ষেত্রে প্রধান বাধা বলে সাধারণ শ্রমিক কর্মচারীরা মনে করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply