বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশালে ডাকা ধর্মঘটকে সন্ত্রাস ও হয়রানি হিসেবে আখ্যায়িত করে বিবৃতি দিয়েছেন একটি শ্রমিক সংগঠন। ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশালে ধর্মঘটের নামে সন্ত্রাস ও শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে। বলাবাহুল্য : বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী মনীষা চক্রবর্তীর নেতৃত্বে বরিশালে রিকশা, অটোরিকশা-ভ্যান-ইজিবাইকচালক সংগ্রাম পরিষদ গড়ে উঠে।
মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায়চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে ৪ নভেম্বর থেকে দুই দিন বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস মালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। সংগঠনের সভাপতি গোলাম মাসরেক ও সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। তাঁদের ভাষ্য, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের আহ্বান করা হয়েছে।
একইসঙ্গে বাসমালিক ও শ্রমিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ৪ ও ৫ নভেম্বর সব ধরনের তিন চাকার যানের ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক–শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি কামাল হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মোশফিকুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
বরিশাল থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, ‘শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। ৫ দফা দাবিতে ৪ ও ৫ নভেম্বর সব ধরনের থ্রি হুইলার চলাচলে ধর্মঘট ডাকা হয়েছে। দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে।’
যাত্রী সংকটের অজুহাতে বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল থেকে কোনো রুটের লঞ্চ বরিশাল নদী বন্দর ত্যাগ করেনি। বন্ধ রয়েছে লঞ্চ, বাস, মাইক্রোবাসসহ যান্ত্রিক থ্রি-হুইলার চলাচল। স্পিডবোট চলাচলও বন্ধ। অভিযোগ উঠে, এই ধর্মঘট শ্রমিকের স্বার্থে ডাকা হয়নি, রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে।
বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শুক্রবার সকাল থেকেই সড়ক ও নৌপথে সারাদেশের সঙ্গে বরিশালের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হওয়ায় চরম ভাগান্তিতে পড়েছেন সাধারন মানুষ।
৫ নভেম্বর শনিবার বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক মাঠ) বিএনপির বিভাগীয় গণসমাবেশ। ধর্মঘটের আগেই সমাবেশস্থলে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে দলের নেতা-কর্মী ও সমর্থকরা অবস্থান নিয়েছেন। শুক্রবারও বিকল্পপন্থায় বিএনপির কর্মী-সমর্থকরা গণসমাবেশ যোগ দিতে বরিশালে এসেছেন। বিএনপির বিভাগীয় গণসমাবেশ এর এক দিন আগে বরিশালে বাস ও তিন চাকার যানের ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়েছে। বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজি চালক–শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান বলেন, বিএনপির গণসমাবেশ বানচাল করতেই এই ধর্মঘট ডাকা হয়েছে। তিনি বলেন, পরিবহন বন্ধ করে মানুষকে আটকে রাখা যাবে না। সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
শুক্রবার এক যুক্ত বিবৃতিতে বরিশালে ধর্মঘটের নামে সন্ত্রাস ও শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার সংগঠক দুলাল মল্লিক ও মানিক হাওলাদার বরিশালে ৪ ও ৫ নভেম্বর ব্যাটারিচালিত তিন চাকার যানের ধর্মঘটের নামে শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশালসহ সারাদেশে BRTA থেকে ব্যাটারিচালিত থ্রি হুইলারের লাইসেন্স প্রদানসহ মহাসড়কে থ্রি হুইলারের জন্য আলাদা লেন চালুর দাবি জানিয়ে আসছে। দীর্ঘ দশ বছরের আন্দোলনে এই মালিক সমিতি বা তথাকথিত কল্যান সংগঠনকে খুঁজে পাওয়া যায়নি। বরং গত মে মাসে তারা অটোরিকশার লাইসেন্স দেয়ার কথা বলে ভাঁওতাবাজির সমাবেশ করে শ্রমিকদের বিভ্রান্ত করেছেন। এই কল্যাণ সমিতির সবার নামে চাঁদাবাজির মামলা আছে যা তদন্তের মাধ্যমে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, ৪ এবং ৫ নভেম্বরের এই ধর্মঘট শ্রমিকের স্বার্থে ডাকা হয়নি, রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা এই ধর্মঘট সফল করতে রূপাতলী, নথুল্লাবাদসহ নগরীর বিভিন্ন স্থানে কালাম, আফজালসহ কতিপয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা জোরপূর্বক গাড়ি চলাচলে বাধা দিচ্ছে। সংগ্রাম পরিষদের স্টিকারযুক্ত গাড়িতেও এই সন্ত্রাসীরা চলাচলে অবৈধভাবে বাধা প্রদান করছে। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার জন্য শ্রমিকের রুটিরুজির উপর এভাবে জোরপূর্বক হস্তক্ষেপ করা একইসাথে অন্যায় ও অমানবিক। নেতৃবৃন্দ অবিলম্বে ধর্মঘটের নামে সন্ত্রাস ও শ্রমিক হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply