শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে নিজের জন্য কবর খুঁড়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন বরিশালের আগৈলঝাড়ায় সাবেক ইউপি সদস্য ডব্লিউ তালুকদার। সমাধান না হলে স্ত্রী ও সন্তানদের জন্য আরও ৪টি কবর খুঁড়ে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। কেউ কেউ বলছেন, ওই ইউপি সদস্য কবর খুঁড়ে নাটক শুরু করেছেন। শনিবার (১৯ নভেম্বর) সকালে সরেজমিনে উপজেলার চেগুটিয়া গ্রামে স্থানীয় সাংবাদিকরা গিয়ে দেখতে পান সাবেক ইউপি সদস্য ডব্লিউ তালুকদার আত্মহত্যার জন্য একটি কবর খুড়ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ডব্লিউ তালুকদার ১০-১২ বছর আগে পৈত্রিক জায়গায় একটি একতলা পাকা ভবন নির্মাণ করেন। নির্মাণের কিছুদিন পরে দেনার দায়ে ডব্লিউ তালুকদার ভবননি নিজ ভাই বাহালুল তালুকদার ওরফে তারেকের কাছে বিক্রি করেন। বাহালুল তালুকদার ভবনটি বসবাসের উপযোগী করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি ওই ভবনের মালিকানা নিজের দাবি করে সাবেক ইউপি সদস্য ডব্লিউ তালুকদার টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে নিজের জন্য নিজেই একটি কবর খোঁড়েন তিনি। স্ত্রী ও সন্তানদের জন্য আরও ৪টি কবর খুঁড়ে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করার হুমকি দেন ডব্লিউ তালুকদার। পাকা ভবন ফিরে পাওয়ার জন্য ডব্লিউ তালুকদার থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।
ডব্লিউ তালুকদার সাংবাদিকদের জানান, আমি পরিবারসহ ঢাকায় এক বছর আগে বেড়াতে গেলে ভবনের তালা ভেঙে বড় ভাই বাহালুল তালুকদার দখলে নিয়ে পরিবারসহ বসবাস করে আসছেন। ভবন ফিরে পাওয়ার জন্য বিভিন্ন লোকের কাছে ধর্না দিয়েও কোনো সমাধান পাইনি। এ কারণে আমি বিভিন্ন বাড়িতে ছেলে-মেয়ে, স্ত্রী নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছি। ভবনের সমাধান না পেলে পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যার করার জন্য কবর খুঁড়ছি!
বাহালুল তালুকদারের স্ত্রী আয়শা সিদ্দিকী বলেন, ২৬ লাখ টাকায় ওই ভবন আমার দেবর ডব্লিউ তালুকদারের কাছ থেকে আমরা কিনে নিয়ে বসবাস করে আসছি। বর্তমানে ডব্লিউ তালুকদার কবর খুঁড়ে যে নাটক শুরু করেছে, তাতে আমি ছেলে নিয়ে আতঙ্কের মধ্যে আছি। আমার ছেলে স্কুলে যেতে পারছে না। আমি নিরাপত্তার অভাবে ছেলে নিয়ে গেট বন্ধ করে ভবনের মধ্য থাকি।
রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার বলেন, ডব্লিউ তালুকদার আমার পরিষদের ইউপি সদস্য ছিলেন। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এলাকার কেউ তাকে পছন্দ করছে না। ও এখন কবর খুঁড়ে নাটক শুরু করেছে। ওকে আমি ফোনে কবর খুঁড়তে নিষেধ করেছি।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ডব্লিউ তালুকদারের লিখিত অভিযোগ পেয়েছি। কবর খোঁড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply