বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের উপর শোষন,নির্যাতন, নিপীড়ন সহ গুনগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহকের ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে সারাদেশের ন্যায় বরিশালেও পল্লী বিদ্যুৎ ১ কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালিত হয়েছে। এসময় বরিশালের সাথে উপস্থিত হয়ে একাত্ততা জানান ঝালকাঠি পিরোজপুর সহ বিভিন্ন জোনের কর্মকর্তাগন।
রোববার রুপাতলি পল্লী বিদ্যুৎ ১ অফিসের সামনে কর্মবিরতি পালন করা সাধারণ কর্মকর্তা কর্মচারীদের বিরোধিতাকারী যশোর পল্লী বিদ্যুৎ সমিতির জি এম এছহাক আলীর কুশপুত্তলিকা দাহ করে এবং তাকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেন।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর মিটার রিটার কাম ম্যাগাজিন মোহাম্মাদ কামাল হোসেন বলেন, আমরা দীর্ঘ দিন ধরে শোষন নিপীড়ন নির্যাতনের মধ্যে আছি, আমরা এর থেকে প্রতিদান চাই।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ম্যান রাকিব দানিয়া জানান,আমরা স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PBS এর একীভূতকরন সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন য সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবী জানান। আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা জানান তাদের এসব দাবী দয়া না মানা পর্যন্ত তাদের কর্মবিরতি চলতে থাকবে। তাই সরকার ও উপরোস্থ মন্ত্রণালয়ের কাছে এর সুষ্ঠ সমাধানের আবেদন জানান আন্দোলনকারীরা।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply