বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল ফর এভার লিভিং সোসাইটির উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি মিলনায়তনে শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় ফ্রি কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সনদ প্রদান অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন তাপস বলেন, সমাজের একটি শ্রেণীকে দরিদ্র রেখে দেশ জাতি ও সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সামর্থবানদের এগিয়ে আসা উচিত।কারিগরি শিক্ষা মানুষকে স্বাবলম্বি করে তুলতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।তিনি বলেন, আর্তমানবতার কল্যাণে সব সময় আমাদের জনকল্যাণ তহবিল থেকে ইতিমধ্যে আমরা ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ দিয়ে সক্ষম করেছি। এবং এখনও ৫০-৬০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়া বিনামূল্যে কোচিং সেন্টার খোলা, বেকার যুবকদের জন্য ফ্রি ডাইভিং ট্রেনিং ক্লাস চালু করা, বিদেশগামী ছেলে- মেয়েদের মাঝে সচেতনমূলক পরামর্শ ক্লাস চালু করা, কন্যাদায়গ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা, শীতের সময় শীতবস্ত্র বিতরণ করা, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং দরিদ্র পরিবারের ছেলে শিশুদের খৎনা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, বরিশাল ফর এভার লিভিং সোসাইটির এই পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল টিটিসি’র অধ্যক্ষ গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ আল ইমরান, মোঃ শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক পরিচালক সাইনুর আজম খান, অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার, সাংবাদিক আযাদ আলাউদ্দিন, জাগ্রত বরিশাল স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বেলাল আহমেদ শান্ত, আরিফ আহমেদ, শামসুজ্জামান টুটুল, খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানের মূখ্য ভূমিকায় ছিলেন-সংগঠনটির পরিচালক এ এস এম ইমামুল হাসান শামীম-ও গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম ।
অনুষ্ঠিত সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর এর বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা । অনুষ্ঠানে মোট ৬০ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভিডিও সম্প্রচারের মাধ্যমে সংগঠনের ৯ মাসের কর্মকাণ্ড তুলে ধরা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply