শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার মেজর এমএ জলিল সেতুতে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবলকে চাপা দিয়েছে। এতে কনস্টেবল রমজানের ডান পায়ের গোড়ালি থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২০ নভেম্বর) বিকালে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, রোববার সকালে মোটরসাইকেলে রমজান রেশন তুলতে বরিশাল যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে ঢাকাগামী যাত্রীবাহী বাস সুগন্ধা পরিবহন রমজানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল রমজানের ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। বাসটির চালক ও হেলপার পালিয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply