বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির বিভাগীয় সমাবেশস্থলের মঞ্চ তৈরি সহ অন্যান্য কাজের সকল প্রস্তুতি অনেকটাই সম্পন্ন হয়েছে। ৫ নভেম্বরের সমাবেশ সামনে রেখে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে সেখানে বিভিন্ন জেলা ও উপজেলার নেতা-কর্মীরা অবস্থান নিচ্ছেন। অপরদিকে, বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে তৈরি করা নেতাকর্মীদের ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি- বিএনপির সমাবেশ বাধাগ্রস্থ করতে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার ভাঙচুর করেছে। এছাড়া বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন বিএনিপির নেতৃবৃন্দ।
সমাবেশস্থলে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মিছিলে স্লোগানে সরকার বিরোধী বক্তব্য ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হচ্ছে। দলে দলে নেতা-কর্মীরা এসে মিছিল আর স্লোগানে মুখরিত সমাবেশস্থল।
পরিবহন ধর্মঘটের কারণে শুক্রবার থেকে সব ধরনের যানবাহন বন্ধ থাকার শঙ্কায় সমাবেশের দুই দিন আগে বিভাগের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা চলে এসেছেন বরিশালে। ঢাকা থেকেও অনেকে এসেছেন। তাঁরা বলছেন, ধর্মঘটের সঙ্গে যুক্ত হয়েছে আওয়ামী লীগের বাধা ও পুলিশি হয়রানি। এ কারণে আগেভাগে তাঁরা বরিশালে এসে অবস্থান নিয়েছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান বলেন, যে দেশে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল আছে, সে দেশে কোনো কিছুই ভালোভাবে করা যায় না। এটা দেশের মানুষ জেনে গেছে। তিনি বলেন, ‘এ সরকার জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছে বলেই জনগণকে ভয় পাচ্ছে। বরিশালের সমাবেশ কেন্দ্র করে যে ন্যক্কারজনক হামলা ও পাতানো ধর্মঘট দেখলাম, তা নজিরবিহীন। গণতন্ত্রের ওপর এর চেয়ে নগ্ন হস্তক্ষেপ আর থাকতে পারে না।’
এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর বিভিন্ন জায়গায় হামলা করছে। আমাদের ব্যানার পোস্টার ভাঙচুর ও ছিংড়ে ফেলা হচ্ছে।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাস-লঞ্চ বন্ধ করে আমাদের নেতাকর্মীদের আটকে রাখা সম্ভব নয়। হাজার হাজার নেতাকর্মী এমনিতেই বরিশাল নগরীতে অবস্থান নিয়েছে। সমাবেশস্থলেও অবস্থান নিয়েছেন শত শত নেতাকর্মী। জনগণের এই আন্দোলনে বাধা দেওয়ার ক্ষমতা সরকারের নেই।
অন্যদিকে জিলা স্কুল মোড় থেকে মিছিল বের করে ছাত্রলীগের কর্মীরা। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না বলেন, বিএনপি সমাবেশের নামে শান্তির নগরী বরিশালে নৈরাজ্যের সৃষ্টি করছে। আর তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply