বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এর বিরুদ্ধে বরিশালে বাড়ি দখল সংক্রান্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের তৃণমূল কর্মী-সমর্থকরা। তথ্য সন্ত্রাসের মাধ্যমে মিথ্যাচারে ক্ষোভে ফেটে পড়ছেন তাঁরা। এমন অবস্থায় নেতাকর্মী সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়তে দেখা যায়। বাড়ি দখলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করে দলের নিবেদিত কর্মীরা বলেছেন, বরিশাল বিএনপি রাজনীতির লড়াই সংগ্রামের লড়াকু যোদ্ধা, রাজপথের আপোষহীন নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিনের জনপ্রিয়তার ইমেজকে সংকটে ফেলতে এবং রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপচেষ্টায় কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে মানহানিকর ও অসত্য অভিযোগ তুলে ধরে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে দলের জনপ্রিয় এই নেত্রীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরীর ব্রাউন কম্পাউন্ডে এবি এম সালাউদ্দিন খাঁনের বাড়ি দখল করেছেন। অবশ্য অনুসন্ধানে এসব অভিযোগের সঙ্গে বিএনপি নেত্রী শিরিনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ব্যক্তিগত আক্রোশ কিংবা কারো এজেন্ডা বাস্তবায়নে এমন কাল্পনিক অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক এমপি বিলকিস আক্তার জাহান শিরিন। দলের ত্যাগী-নিবেদিত কর্মীরা বলছেন একই কথা।
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এর বিরুদ্ধে বাড়ি দখলের অপপ্রচার ও প্রকৃত ঘটনা নিয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর এক রেস্তোরায় সংবাদ সম্মেলন করেছেন ওই বাড়ির সম্পত্তির একাংশের ক্রেতা মারিয়া মুন্নি। সংবাদ সন্মেলনে ক্রেতা মারিয়া মুন্নি তৃণমূলের জনপ্রিয় নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের বিরুদ্ধে বাড়ি দখলের সংবাদ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে ক্রেতা মারিয়া মুন্নির দেয়া পুরো বক্তব্য পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- এবিএম সালাউদ্দিন খাঁন কতৃর্ক বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এর বিরুদ্ধে বাড়ি দখলের যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে এই বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি মারিয়া মুন্নি, স্বামী : আ ন ম শহিদুল ইসলাম, ব্রাউন কম্পাউন্ড নিবাসী। আমার প্রতিবেশী (১) আ ব ম মহিউদ্দিন খাঁন চৌধুরী, (২) সাদিয়া আক্তার ডালিয়া, উভয় পিতা: মৃত : ফজেল আলী খানঁ চৌধুরী। তাঁদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি সহ নীচ তলা সম্পূর্ন ফ্লাট বিক্রির জন্য আমার নিকট প্রস্তাব করলে, আমি আমার বাবাকে উক্ত ফ্লাট ক্রয়ের জন্য জানাই। আমার বাবা, মা, ভাই ও বোন দীর্ঘ প্রায় ১৮ বছর যাবৎ আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে উক্ত সময়ে তাঁরা দেশে আসতে পারেননি। তাঁদের পাঠানো অর্থে এবং তাঁদের সম্মতিতে আমি উক্ত জমি সহ ফ্লাটটি ২০১৯ সালের ২০ নভেম্বর আমার নিজ নামে ক্রয় করি। ক্রয়ের পর থেকেই উক্ত ফ্লাটটিতে আমি স্ব-পরিবারে ৫ বছর যাবৎ বসবাস করে আসছি। কিন্তু অত্যান্ত
পরিতাপের বিষয় পারিবারিক দ্বন্দ্বের কারণে তাঁদের এক ভাই এ বি এম সালাউদ্দিন খাঁন বরিশাল যুগ্ম জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন। যার মামলা নং-১১৩/২০১৯। উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে চলমান আছে।
উল্লেখ্য যে, এ বি এম সালাউদ্দিন খাঁন দীর্ঘ ৪০ বৎসর যাবৎ ঢাকায় স্থায়ীভাবে বসবাস করে। সুতারং বাড়ি দখলের তথ্যটি ভিত্তিহীন।
আমার ক্রয়কৃত সম্পত্তির জেলা বরিশাল, মৌজাঃ বগুড়া আলেকান্দা, জে.এল নং-৫০, এস এ খতিয়ান নং-১২২২৮, মোট জমির পরিমাণ ৩ শতাংশ ও তদউপরিস্থত ২য় তলা সম্পূর্ণ ও ৩ তলার অর্ধেক নির্মিত যার মধ্যে আমার খরিদ ও ভোগকৃত সম্পত্তির পরিমাণ জমি ১ শতাংশ এবং
নিচ তলা সম্পূর্ন ও ৩য় তলার অর্ধেক। উক্ত বিল্ডিং এর দ্বিতীয় তলায় বিক্রতাদের এক ভাই মৃতঃ মনিরুল ইসলাম কামাল এর পরিবার বসবাস করছেন। সুতরাং বাড়ি দখলের তথ্যটি মিথ্যা ও ভিত্তিহীন।
গত কয়েক দিন উক্ত এ বি এম সালাউদ্দিন খাঁন একটি কু-চক্রিমহলের প্ররোচণায় বিভিন্ন পত্রিকা ও সদর থানায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ জানিয়ে আসছে। এর প্রতিবাদে আমি বরিশাল পুলিশ কমিশনার সদর কোতয়ালী থানা, বিভাগীয় কমিশনার, বাংলাদেশ সেনাবাহিনী ও বরিশাল প্রেসক্লাবে তাঁর মিথ্যা অপপ্রচার ও হয়রানিমূলক বিভিন্ন কার্যকলাপ থেকে পরিত্রাণ পাওয়ার সহযোগিতার আবেদন করেছিলাম। আমি মনে করি একটি কুচক্রিমহল রাজপথের এবং তৃণমূলের জনপ্রিয় নেত্রী, সাবেক সংসদ
সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এর রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে উক্ত এ.বি.এম সালাউদ্দিন খাঁন’কে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। এই ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসামুলক অপপ্রচার থেকে প্ররিত্রাণ পাবার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।
এদিকে, কয়েকটি পত্রিকা সহ বিভিন্ন প্লাটফর্মে দখল সংক্রান্ত বিষয়ে অব্যাহতভাবে মিথ্যাচার চালাচ্ছে বলে মন্তব্য করে বরিশাল তথা দক্ষিণ বাংলার বিএনপি রাজনীতির রাজপথে গণতন্ত্র ও দেশপ্রেমের আন্দোলন সংগ্রামে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন) ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কোন দখল তো দূরের কথা সারা বাংলাদেশে আমার নামে ৩ কাঠা জমিও খুঁজে পাবেন না। এমনকি ঢাকা, বরিশালে আমার কোন ফ্ল্যাট গাড়ি, বাড়িও নাই। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এইসব সংবাদ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের লড়াকু যোদ্ধা শিরিন বলেন, যখন দেশের এই অবস্থা, দল যখন অনেক কঠিন সময় পার করছে, তখন এই চক্রটি এই সময়টাকে বেছে নিয়েছে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণার জন্য।
উল্লেখ্য, অতিসম্প্রতি বরিশাল বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন) নিজের ফেসবুকে প্রতিবাদ ও দৃষ্টি আকর্ষণ শিরোনামে এক স্ট্যাটাস লিখেছেন। স্ট্যাটাসে তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের বিভিন্ন বিষয় ব্যাখা করেছেন।
কোন ষড়যন্ত্রকারীদের এজেন্ডা বাস্তবায়নে আমার বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে এরকম প্রশ্ন রেখে বাকসুর সাবেক এজিএস বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, স্বৈরাচারী হাসিনার পতনের পরে কিছু পত্রিকায় এবং অনলাইন পোর্টালে বিভিন্ন দখলের সংবাদ প্রকাশ করছেন আমার বিরুদ্ধে। এই দখল শব্দটির সাথে আমি তো ভালো আমার চৌদ্দ পুরুষ ও পরিচিত নয়। যা অত্যন্ত ঘৃণ্য ও ষড়যন্ত্রমূলক। কোন ষড়যন্ত্রকারীদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা এই কাজ করছেন?
বরিশাল বিভাগ বিএনপির তৃণমূলের নেত্রী বিলকিস জাহান শিরিন বলেন, আমার রাজনীতি এবং পারিবারিক জীবন একদম স্বচ্ছ এবং সাদা। শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করে কোন দখলবাজের পক্ষে রাজনীতির নেতৃত্বে আসা সম্ভব নয় বিশেষ করে সাংগঠনিক সম্পাদকের মত পদ। প্রথমে এগুলােকে গুরুত্ব দিচ্ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে প্রতিবাদের সময় এসেছে। গত ৪০ বছরের রাজনৈতিক জীবনে অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম তার প্রমাণ দিতে পারিবে না কেউ। ১৬ বছর আওয়ামী লীগের অত্যাচারের,, শোষণের সামনে থেকে দলের পক্ষে কাজ করেছি। একদিনের জন্য পিছপা হই নাই।
বিএনপির এই নেত্রী বলেন, ১৬ বছরে অনেকেই দলের সাথে সম্পর্ক রাখেন নাই। আওয়ামী লীগের সাথে ব্যবসা-বাণিজ্য করে জীবন কাটিয়েছেন। তারাই এখন ব্যস্ত আছেন ,, যারা দলের সাথে ছিলাম তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে ফায়দা লুটার জন্য। ১/১১ থেকে শুরু করে জিয়া পরিবার এবং দলের সাথে ছিলাম। হাসিনার অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রাজপথে ছিলাম। রাজপথ থেকেই পহেলা নভেম্বর গ্রেফতার হয়েছিলাম। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সমন্বয় সাধন করেছি দলের পক্ষে। সাংগঠনিক সম্পাদক হিসেবে সমগ্র বরিশাল বিভাগে সাংগঠনিক কাজে ব্যস্ত থেকেছি। যার প্রমাণ প্রতিটি জেলা, ইউনিয়ন এবং উপজেলা।
বরিশাল বিএনপির রাজনীতিতে রাজপথের অগ্নিকন্যা হিসেবে পরিচিত শিরিন বলেন, কোন দখল তো দূরের কথা সারা বাংলাদেশে আমার নামে ৩ কাঠা জমিও খুঁজে পাবেন না। এমনকি ঢাকা, বরিশালে আমার কোন ফ্ল্যাট গাড়ি, বাড়িও নাই। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এইসব সংবাদ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। যখন দেশের এই অবস্থা, দল যখন অনেক কঠিন সময় পার করছে, তখন এই চক্রটি এই সময়টাকে বেছে নিয়েছে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণার জন্য। জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের কাছে আহ্বান ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। তা না হলে শহীদ জিয়ার আদর্শের আমাদের মত সন্তানেরা হারিয়ে যাবে রাজনীতি থেকে।
বলাবাহুল্য, ১১ আগস্ট কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বরিশাল বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন) এর পদ স্থগিত করে বিএনপি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply