বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশালের গৌরনদীতে এক তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে গৌরনদী পৌরসভার চরগাধাতলী এলাকার সঞ্জয় দত্ত নামের এক যুবকের বাড়ির ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান ওই তরুণী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, প্রেমিকের বাড়িতে বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে সেখানে অবস্থান নিয়ে অনশন শুরু করেন সাথী মন্ডল (২০)। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তরুণী সেখানে অবস্থান করেন। বিয়ের দাবিতে প্রেমিক সঞ্জয়ের বাড়িতে তিন দফায় অনশন করেন তরুণী।
সাথী মন্ডল গৌরনদীর পাশ্র্ববর্তী মাদারীপুরের কালকিনি উপজেলার কালাইরচর গ্রামের নরেশ চন্দ্র মন্ডলের মেয়ে। সঞ্জয় দত্ত গৌরনদী পৌরসভার চরগাধাতলী এলাকার সত্য নারায়ণ দত্তের ছেলে।
সাথী মন্ডল জানান, সাত মাস আগে ফেসবুকে সঞ্জয় দত্তের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তার সঙ্গে সঞ্জয়ের প্রেমের সম্পর্ক আরও গভীর হয়। পরে তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান সঞ্জয়। কয়েক মাস আগে কালকিনিতে একটি বিয়ের অনুষ্ঠানে যান সঞ্জয়। এরপর তাকে ডেকে নেওয়া হয়। পরে সেখানের একটি মন্দিরে নিয়ে গিয়ে শাখা-সিঁদুর পরিয়ে তাকে বিয়ে করেন। এরপর হঠাৎ করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন সঞ্জয়।
গত ১৯ অক্টোবর স্ত্রীর দাবি নিয়ে সঞ্জয়ের বাড়িতে এসে অনশন শুরু করেন সাথী মন্ডল। পরবর্তী সময়ে রেজিস্ট্রি বিয়ের জন্য সঞ্জয়ের কাছে প্রস্তাব করেন স্থানীয়রা। স্থানীয়দের প্রস্তাবে রাজি হয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে বিয়ের হলফনামা চুক্তিপত্রে সই করেন সঞ্জয়।
সাক্ষী হিসেবে স্থানীয় ১৫ জন ব্যক্তি ওই চুক্তিপত্রে সই করেন। এরপর সঞ্জয়ের বাড়ি থেকে ওই তরুণী চলে যান। চুক্তিপত্র অনুযায়ী বিয়ের দিন ছিল গত ১০ নভেম্বর।
সাথী মন্ডল অভিযোগ করে বলেন, ওই বাড়ি থেকে চলে আসার পর তার সঙ্গে ফের যোগাযোগ বন্ধ করে দেন সঞ্জয়। এরপর পুনরায় সঞ্জয়ের বাড়িতে এসে অনশন শুরু করেন। এ সময় এক সপ্তাহের মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেওয়ার আশ্বাস দেয় সঞ্জয়ের পরিবার। সেই আশ্বাস পেয়ে তিনি পুনরায় বাড়ি ফিরে যান।
পরে এক সপ্তাহ পার হলেও সঞ্জয়ের পরিবার কোনো যোগাযোগ না করায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে সঞ্জয়ের বাড়িতে এসে তৃতীয়বারের মতো অনশন শুরু করেছেন। তবে এর আগেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন সঞ্জয়।
সাথী মন্ডল বলেন, ‘বিয়ের পর সঞ্জয় আমার সঙ্গে স্ত্রীর মতো মেলামেশা করেছেন। বিষয়টি এখন এলাকার অনেকেই জানেন। এখন আর কোথাও ফিরে যাওয়ার পথ নেই। সব পথই আমার বন্ধ। সঞ্জয় স্ত্রী হিসেবে গ্রহণ না করায় আমি আত্মহত্যার চেষ্টা চালিয়েছি।’
তরুণীর ভাই বিপ্লব মন্ডল বলেন, তার বোনের সঙ্গে সঞ্জয় দত্ত বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়েছেন। কয়েকবার বিয়ের তারিখ দিয়ে ঘুরিয়েছেন। এলাকায় বিষয়টি জানাজানি হয়েছে। লোকজন নানা কথা বলছেন। এ অবস্থায় তার বোন মানসিকভাবে ভেঙে পড়েছেন। প্রতারণার জন্য তিনি সঞ্জয় দত্তের কঠোর শাস্তি দাবি করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply