বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীর কাউনিয়ায় ২ নং ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী মনসা মন্দিরের সভাপতি এ্যাডভোকেট দুলাল চন্দ্র শীলকে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফকির বাড়ি রোড এলাকার অনিল চন্দ্র দে ও কাউনিয়া জানুকি সিংহ রোডের অলক লাল সহ ১০/১২ জন সন্ত্রাসী একত্রিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও আর কখনো মন্দিরের ভেতরে প্রবেশ না করার হুমকি দেয়। হুমকির প্রতিবাদ করলে সন্ত্রাসীরা খুন করার হুমকি দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ সেপ্টেম্বর) বরিশাল কাউনিয়া থানায় অভিযোগ দিয়েছেন আইনজীবি ও শ্রী শ্রী মনসা মন্দিরের সভাপতি দুলাল চন্দ্র শীল।
অভিযোগে তিনি উল্লেখ করেন- সন্ত্রাসীদের হুমকির কারনে তিনি মন্দিরে প্রবেশ করতে পারছেন না। এমনকি মন্দিরের সেবাইত ও ঠাকুর সহ অন্যান্য লোকজন মন্দিরে প্রবেশ করলে উক্ত সন্ত্রাসীরা তাদেরকেও ভয় ভীতি দেখান। তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষ সন্ত্রাসীদের বিচার দাবী করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply