বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের বাকেরগঞ্জে মসজিদের ইমামের ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে মাদ্রাসা ছাত্রী। লম্পট ইমাম আবু বক্কর ছিদ্দিক (২৮) উপজেলার উত্তর কাজলাকাঠী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি দক্ষিণ কাজলাকাঠি মিরুল্লাহ জামে মসজিদের ইমাম। ইমামের এহেন জঘন্য কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসে উঠছে এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষ। ধর্ষক ইমামের শাস্তির দাবিতে এলাকায় তোলপাড় চলছে। এ ঘটনায় প্রথমে ধর্ষণের শিকার পরিবার থানায় মামলা করতে গেলেও পুলিশ বিষয়টি গুরুত্ব না দিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরবর্তীতে বুধবার (৬ মার্চ) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রীর বাবা বাদী হয়ে নালিশী মামলা করেন।
বিচারক মো. ইয়ারব হোসেন অভিযোগ এজাহার হিসেবে নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির এর ভাষ্য, ‘আবু বক্কর ছিদ্দিক ৪ বছর ধরে মিরুল্লাহ জামে মসজিদে ইমামতি করেন। মসজিদের পাশের একটি কক্ষে বাস করতেন তিনি। সেখানে মাদ্রাসাছাত্রীকে তিনি প্রাইভেট পড়াতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ১৭ জুন তাকে প্রথম ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ছাত্রীকে ধর্ষণ করা হলে তার শারীরিক পরিবর্তন দেখা দেয়। ৩ মার্চ তাকে নিয়ে চিকিৎসকের কাছে যায় পরিবার। তখন শারীরিক পরীক্ষায় তার ৩৫ সপ্তাহ ৬ দিনের অন্তঃসত্ত্বার বিষয়টি সামনে আসে।’
এদিকে, লম্পট ধর্ষক ইমাম আবু বক্কর ছিদ্দিককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবার সহ এলাকার নানা শ্রেনী পেশার মানুষ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply