বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালে যাত্রীবেশে সাফিন (১৭) নামের এক চালককে অস্ত্রেরমুখে জিম্মি করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে অটোরিকশা ও লুটে নেওয়া ৪৯০ টাকা উদ্ধার করা হয়। ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে এদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলো- নাঈম হাওলাদার (২১) ও আল আরাফাত ইয়াছিন (২০)। ছিনতাইকারী নাঈম বাকেরগঞ্জের দিয়াতলী গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের পুত্র। আরেক ছিনতাইকারী ইয়াছিন নলছিটির শিতালপাড়া গ্রামের খলিল হাওলাদারের পুত্র। বরিশাল মেটোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার ইউনিভার্সেল নিউজকে বলেন, গ্রেপ্তার যুবকরা ছিনতাইয়ে জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি তদন্তাধীন আছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বরিশাল সদর উপজেলার বন্দর থানার চন্দ্রমোহন এলাকার বাসিন্দা অটোরিকশা চালক সাফিন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত আটটার নথুল্লাবাদ বাস টার্মিনালে সোহাগ পরিবহন কাউন্টারের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করতেছিল। দুইজন যুবক ১০০ টাকা ভাড়ায় চুক্তি করে তার অটোরিকশায় উঠে গুঠিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে যুবকরা অটোরিকশা চালককে চিয়ার আপ কোল্ড ড্রিংকস খাওয়ায়। রাত সাড়ে ৮ টার দিকে চন্দ্রপাড়া গ্রামের রানীর স্কুলের গেটের সামনে নির্জনস্থানে পৌঁছালে তারা চাকু বের করে হত্যার ভয় দেখিয়ে চালক সাফিনের কাছে থাকে ৪৯০ টাকা নিয়ে যায়। এসময় বাধা প্রদান করলে তাকে বেধম মারধর করে তার পরিহিত জ্যাকেট দিয়ে মুখ বেধে রাস্তার পার্শ্বে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ভ্যাগ্যক্রমে বিপরীত থেকে আসা একজন ভ্যান চালক ছিনতাইয়ের বিষয়টি বুঝতে পেরে পুলিশকে জানান। খবর পেয়ে তাৎক্ষনিক এয়ারপোর্ট থানা পুলিশ জনসাধারণের সহায়তায় ছিনতাইকারী নাঈম হাওলাদার ও আল আরাফাত ইয়াছিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply