বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : আওয়ামী লীগ সরকারের শাসনামলে অর্থাৎ সাড়ে ১৫ বছরের দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে সেগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। ৩ সেপ্টেম্বর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বরিশালে লাইসেন্স পাওয়া অস্ত্রের মধ্যে এখনও ৫টি অস্ত্র জমা পড়েনি। বরিশালে যাদের অস্ত্র এখনও জমা পড়েনি তারা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর কনিষ্ঠ ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, নগরীর বাসিন্দা সাব্বির আহম্মেদ, এজাজুল হক ও মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সদ্য বিদায়ী জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, বেসামরিক জনগণকে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বরিশাল মহানগরসহ জেলায় ১৯৭টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে লাইসেন্সগুলো স্থগিত করা হয়। যে কারণে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এরমধ্যে এখনো মহানগর এলাকার পাঁচটি অস্ত্র জমা পড়েনি।
সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান বলেন, জমা না দেওয়া পাঁচটি অস্ত্রের মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তারা নিজ উদ্যোগে অস্ত্রগুলো জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত : ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের শাসনামলে বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি ও প্রতিপক্ষকে ভয় দেখাতে আওয়ামী লীগের নেতা ও সমর্থকরা বৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন। এ অবস্থায় ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply