বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ বরিশাল জেলা কমিটির উদ্যাগে নগরীতে আবারো শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে (৩০ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুর সিংহ বাড়ি সার্বজনীন শ্রী শ্রী কালি ও শীতলা মাতার মন্দিরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুকুল মুখার্জী, যুব ঐক্য পরিষদ বরিশাল জেলা কমিটির সভাপতি চন্দন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব সিংহ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি চন্দন কুমার দাস জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে পাওয়া বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply