বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিমানবন্দর থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাড়ৈওকাঠি গ্রামে মাদ্রাসা ছাত্র কর্তৃক শিশুকে বলাৎকারের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। এ ঘটনায় অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্র নজরুল (১৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবপাশা ইউনিয়নের বাড়ৈওকাঠি গ্রামের রাজ্জাক বাবুর্চির পুত্র এই মাদ্রাসা ছাত্র। সে গজালিয়া মাদ্রাসায় পড়ালেখা করে।
ঈদ-উল-আযহার ছুটিতে বাড়িতে আসার কয়েকদিনের মাথায় পার্শ্ববর্তী বাড়ির বেল্লাল হোসেনের ৮ বছরের শিশু আব্দুল্লাহকে খেলা-ধুলার কথা বলে পাটক্ষেতে নিয়ে বলাৎকার করে। এতে শিশু আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত ঝড়তে শুরু করে। এরপর শিশুটি কান্না করতে করতে তার পিতা-মাতাকে ঘটনাটি খুলে বলে। তাৎক্ষনিক এলাকার লোকজনের সহায়তায় নির্যাতনের শিকার শিশুকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরইপরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয় নারী-পুরুষদের ভাষ্য, রাজ্জাক বাবুর্চীর পুরো পরিবারের কর্মকাণ্ড জঘন্য। সেসব ভাষায় প্রকাশ করার মতো নয়। রাজ্জাক নিজে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। সে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের অপরাধ করে আসছে। তার বিরুদ্ধে এলাকাবাসীর রয়েছে অন্তহীন অভিযোগ। কয়েক মাস আগে এই রাজ্জাক নিজের মেয়ের ঘরের নাতনীকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে এলাকার সর্বত্র চাউর ঘটে। এহেন ন্যাক্কারজনক বিষয়টি এলাকার সকল শ্রেনী পেশার মানুষ অবহিত। নাতনীকে ধর্ষণের বিষয়েও এলাকায় ব্যাপক তোলপাড়ের জন্ম দিলেও পরবর্তীতে স্থানীয়ভাবেই বিষয়টি ধামাচাপা দিয়ে রাখা হয়। বিশেষ করে ধর্ষিতা শিশু কন্যার মায়ের কিংবা নানী এ বিষয়ে কোন ধরণের অভিযোগ না করায় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। বরংচ নানী নাতনীকে রাতে ঘুমানোর সময় বলে দিয়েছে যে তোর নানায় যা চায় দিস, কোন হৈচৈ করবি না।
নাতনী নানার বাড়িতেই থেকে আসছিল। নানার পাশেই ঘুমাত নাতনী। প্রায়ই রাতে ঘুমের ঔষুধ খাইয়ে ধর্ষণ করে আসছিল রাজ্জাক। কয়েক মাস আগে হঠাৎ একরাতে ঘুমের ঔষুধ না খাইয়ে-ই নাতনীকে ধর্ষণ করে রাজ্জাক। এরপর নাতনী মধ্যরাতে নানার বাসা থেকে দৌড়ে পাশের বাড়ি গিয়ে কান্নাকাটি করে। তখন এলাকার শ’ শ নারী-পুরুষ সজাগ হয়ে জড়ো হয়। শিশুকে পাশ্ববর্তী বাড়িতে আশ্রয় দেয়। ওই রাতে জড়ো হওয়া মানুষরা কি হয়েছে শিশুকে জিজ্ঞাসা করলে জবাবে শিশু প্রকাশ করে-আমার নানা অত্যাচার করেছে। ধর্ষণ করেছে। রাতে ঘুমানোর সময় আমার নানী আমাকে বলে যে তোর নানা তোর কাছে যদি কিছু চায় দিস। এ নিয়ে কোন ঝামেলা করবি না। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা থাকে।
রাজ্জাকের মেয়েদের বিরুদ্ধেও রয়েছে এলাকার মানুষের বিস্তর অভিযোগ। স্থানীরা বলছেন, রাজ্জাকের মেয়েরা অসামাজিক কার্যকলাপে যুক্ত রয়েছে। তারা বরিশাল শহর সহ বিভিন্নস্থানে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। পাশাপাশি এরা ইয়াবা বাণিজ্যের সঙ্গেও জড়িত রয়েছে।
এদিকে, এলাকায় নানা অপকর্মের হোতা রাজ্জাক বাবুর্চী নির্যাতনের শিকার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি-ধামকী দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
পুত্রের অপকর্ম প্রসঙ্গে রাজ্জাক বাবুর্চী ইউনিভার্সেল নিউজকে বলেন, এ ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। আর ঘটনার সময়ে আমি বাসায় ছিলাম না। নিজের নাতনীকে ধর্ষণের বিষয়ে বলেন, এটা এলাকার মানুষরা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে।
রাজ্জাকের স্ত্রী বলেন, আমার ছেলে কুরআন পড়ে। ছুটিতে বাড়িতে আসার পর আমি তাকে সবসময় নজরে রাখি। কারণ কুরআন পড়ার এই সময়টায় নাকি শরীরে শয়তান ঢুকে। ঘটনার দিন পাশের একটি ছেলেকে নিয়ে সামনে খেলতে যায়। কিছুক্ষন পর ওই ছেলেটি কান্না করতে করতে ওদের বাড়িতে যায়। ওই সময়ে আমি তাকে বলি বাবা কি হয়েছে তখন সে বলে আমাকে আপনার ছেলে মেরেছে। রাজ্জাকের স্ত্রী আরো বলেন, আমার ছেলে ওকে সামন্য মেরেছে, তবে এটা গুরুতর কোন বিষয় নয়। এবং বলাৎকারের ঘটনা পুরোপুরি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাদের পরিবারকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এরক অপপ্রচার চালিয়ে আমার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতনের শিকার শিশু জানায়, আমাকে খেলা-ধুলার কথা বলে পাটক্ষেতে নিয়ে খারাপ কাজ করেছে (পাশবিক নির্যাতন) করেছে। আমি এতে অনেক ব্যথা পেয়ে কান্না করতে করতে বাড়িতে এসে বাবা-মাকে জানাই।
নির্যাতনের শিকার শিশুর পিতা বেল্লাল ইউনিভার্সেল নিউজকে বলেন, রাজ্জাকের মাদ্রাসা পড়ুয়া ছেলে আমার ছেলের ওপর পাশবিক নির্যাতন করেছে। আর এক্ষেত্রে কুলঙ্গার পুত্রের পক্ষে সাফাই গেয়েছে তারা পিতা-মাতা। এ ঘটনায় আমি রাজ্জাকের মাদ্রাসা পড়ুয়া কুলঙ্গার পুত্র, রাজ্জাক, তার স্ত্রী সহ পরিবারের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নির্যাতনের শিকার শিশুর মাতা ইউনিভার্সেল নিউজকে বলেন, এই বাবুর্চী রাজ্জাক এর আগে নিজের নাতনিকে ধর্ষণ করেছে। যা এলাকার সকল মানুষই জানে। রাজ্জাকের কু-স্বভাবের কারণেই তার ছেলে-মেয়েও চরম খারাপ হয়েছে। এজন্য আমার শিশু পুত্রের ওপর নির্যাতন কারী মাদ্রাসা পড়ুয়া রাজ্জাকের ছেলে, রাজ্জাক, তার স্ত্রীসহ অন্যান্য ছেলে-মেয়েদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এলাকায় এরকম জঘন্য, বর্বর ঘটনার যাতে আর জন্ম না হয়। এজন্য আমি সকল আইন শৃঙ্খলা বাহিনী, সমাজের সচেতন মহলকে এ বিষয়ে আশু দৃষ্টি কামনা করছি। বিশেষ করে বর্বর ঘটনা সঙ্গে জড়িতদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশু দৃষ্টি কামনা করছি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply