বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : রাষ্ট্রীয় পাটকল রক্ষা, গণতান্ত্রিক শ্রমিক আইন ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষাসহ ৯ দফা দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশে শ্রম ও শোষণের তীব্রতা বেড়েছে। বরিশাল জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের বরিশাল অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকদের বিভিন্ন সংগঠন অংশ নেয়।
কর্মসূচীতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে বক্তারা বলেন, দেশে শ্রম ও শোষণের তীব্রতা বেড়েছে। করোনাকালীন শ্রমিকরা কাজ হারাচ্ছে। বর্তমানে শ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারন করে রেশন, আবাসন ও সুরক্ষা দিতে হবে। এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষতিপূরণসহ তাদের ৯ দফা দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply