বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশালে গণসমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহর থামিয়ে গৌরনদীর মাহিলাড়া বাসস্ট্যান্ডে যুবলীগ নেতাকর্মীদের মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় যুবলীগের দুই কর্মীকেও আসামি করা হয়েছে। এরা হলেন-ফারুক সিকদার ও সজীব চোকদার।
ফারুক সিকদার ও সজীব চোকদারের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মামলার বাদী মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের নেতা রাসেল রাঢ়ীর সঙ্গে তাদের ব্যক্তিগত বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে তাদেরকে আসামি করা হয়েছে।
ফারুক সিকদার ও সজীব চোকদার এর ভাষ্য, ৪ নভেম্বর রাতে মাহিলাড়া বাসস্ট্যান্ডে বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ নিই। ৫ নভেম্বর সকালে কেন্দ্রীয় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহর থামিয়ে মাহিলাড়া এলাকায় যুবলীগের নেতাকর্মীদের পিটিয়ে আহত ও অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন যুবলীগ নেতা রাসেল রাঢ়ী। পরে জানতে পারি, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মামলায় আমাদেরও আসামি করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী রাসেল রাঢ়ীর দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আসামি করা হয়েছে। তারা কেউই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সিকদার মহসিন সেন্টু সাংবাদিকদের জানান, ফারুক ও সজীব যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে তাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন। যদিও কী কারণে তাদের ওই মামলায় জড়ানো হয়েছে সেটি তারা জানেন না।
গৌরনদী যুবদলের সাধারণ সম্পাদক ও মামলার আসামি মনির হোসেন আকন জানিয়েছেন, দুই যুবলীগ কর্মীকে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় জড়ানো হয়েছে, সেটি তারাও শুনছেন। তিনি বলেন, মামলার বাদী রাসেল রাঢ়ী সরকারি কর্মচারী। তিনি আগৈলঝাড়া ভূমি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী। তাহলে তিনি কীভাবে বিএনপি-যুবদলের নেতাদের বিরুদ্ধে যুবলীগ নেতাদের ওপর হামলার অভিযোগ এনে মামলা দেন সেটাই বুঝতে পারছি না। যদিও তিনি সম্প্রতি কারাবরণ করায় সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, মামলায় এজারভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করে রোববার (৬ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে শিনবার (৫ নভেম্বর) সকালে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার জবাবে বহরে থাকা বিএনপির নেতাকর্মীদের পাল্টা হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ৭০ জনের নামোল্লেখসহ আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামাপরিচয় আসামি করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply