বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালে দুই দিনের সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেল সাড়ে তিনটায় বাকেরগঞ্জ সরকারি কলেজ ভবনে অনুষ্ঠিতব্য প্রতিনিধি পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় এই নেত্রী। পরের দিন শনিবার বরিশাল নগরীর তিনটি থানা কমিটি গঠন বিষয়ে কর্মীদের নিয়ে আলোচনা সভায় মিলিত হবেন তিনি।
বাকেরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠক মো: মাসুম বিল্লাহ, আবুল সোয়েব, আবু সাইদ মুসা, এ্যাড. সাজ্জাদুর রহমান শাকিল মৃধা, এ্যাড. সাইদুন্নাহার মুক্তি, নাজরানা তন্নী ও দোলা আক্তার।
বাকেরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক মো: মেহেদী হাসান জানান, প্রতিনিধি পরিচিতি সভা শেষে প্রধান অতিথি বরিশাল নগরীর উদ্দেশ্যে রওনা হবেন। এরপর তিনি নগরীতে পৌঁছে তার শশুরের বাসায় রাত যাপন করবেন।
বরিশাল মহানগর নাগরিক কমিটির সংগঠক মো: সাজ্জাদুর রহমান শাকিল মৃধা বলেন, সংগঠনকে গতিশীল করতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু দুই দিনের সফরে বরিশাল আসছেন। তিনি কর্মীদের নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পাড় করবেন। বরিশাল নগরীর বিমানবন্দর, কাউনিয়া ও বন্দর থানার কমিটি গঠন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply