বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশালে পৃথক অভিযানে ১৩ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোষ্টগার্ড ও পুলিশ। কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বরিশাল স্টেশানের কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলীর নেতৃত্বে কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি মানামি লঞ্চে তল্লাশি করে দুটি ব্যাগ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মো. মানিক মিয়াকে (২১) আটক করা হয়। আটক মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বগাবাড়ি গ্রামের বাসিন্দা। পরবর্তীতে জব্দ গাঁজা এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল।
এদিকে, অপর এক অভিযানে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের জিরোপয়েন্টে অভিযান চালায় পুলিশ।
এসময় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি রাব্বি কাজী (২১) ও সিহাব সিকদারকে (২৪) আটক করা হয়। আটকদের মধ্যে সিহাব সিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গাগুরিয়া এলাকার ও রাব্বি কাজী বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ড কলাপট্টি এলাকার বাসিন্দা।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply