বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল শহরে রিকশা চালকবেশে যাত্রীদের স্বর্ণের বার সদৃশ বস্তু ও বারের সঙ্গে থাকা চিঠি দেখিয়ে প্রতারণার সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। এর আগে বরিশাল নগরের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম কাউনিয়া এলাকার কাউনিয়া মড়ক খোলার পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকার কুট্টি শিকদারের ছেলে বেল্লাল শিকদার (২৯), উত্তর কাউনিয়া পাসপোর্ট গলি এলাকার জয়নাল খানের ছেলে মিজানুর রহমান টেনু (৪৫), জেলার আগৈলঝাড়া থানাধীন রত্নপুর ইউনিয়নের নাগর এলাকার মাহেন্দ্রনাথ বল্লভের ছেলে অপু ওরফে মঙ্গল বল্লভ (৪৫) ও বাগেরহাটের মোড়লগঞ্জ থানাধীন বলইবুনিয়া এলাকার সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে কাওসার হাওলাদার (৪৫)। এ সময় তিনটি মোবাইল ফোন ও স্বর্ণের সদৃশ বস্তু জব্দ করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ সাংবাদিকদের জানান, প্রতারক চক্রটি ‘স্বর্ণের বার সাদৃশ্য বস্তু এবং বারের সাথে থাকা চিঠি’ দেখিয়ে সহজ সরল মানুষদের বোকা বানিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এরা বেশিরভাগ সময় রিকশা চালকবেশে যাত্রীদের সঙ্গে এমন প্রতারণা করে আসছে। এ ধরনের বেশ কিছু অভিযোগ পাওয়ার শুক্রবার অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়। তিনি জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply