বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশালে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী জাফরিন আরা ওরফে পপিকে (৩৫) আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে বরিশাল নগরের পলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শেখ ইকবাল কবির (৫৫) এলাকার দলিল উদ্দিন স্কুল সংলগ্ন মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে।নিহত ইকবাল দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
স্বজনরা জানান, সোমবার রাত ১০ টার দিকে ইকবাল বাসার ছাদে বসে ছিল। এ সময় পেছন থেকে তাকে এলোপাথাড়ি কোপ দেয় স্ত্রী জাফরিন আরা পপি। তখন ইকবালের চিৎকার শুনে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা গুরুতর আহত ইকবালকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়। ইকবালকে নিয়ে ঢাকায় যাওয়ার সময় পথিমধ্যে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
কাউনিয়া থানার উপপরিদর্শক এনামুল জানান, সোমবার রাতে পলাশপুর এলাকায় স্বামীকে কুপিয়েছে স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে স্ত্রী জাফরিন আরা পপিকে আটক করেছি। এ ঘটনায় পরিবারে পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply