বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল নদীবন্দর লাগোয়া আবাসিক হোটেল রোজ হ্যাভেনে এক জাহাজ শ্রমিকের মৃত্যু নিয়ে কথা উঠছে। মৃত ওই শ্রমিক উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার কাসেম মৃধার ছেলে হৃদয় মৃধা (২৩)। তিনি একটি লাইটার জাহাজে কর্মরত ছিলেন। আত্মহত্যা নাকি আবাসিক হোটেলে হত্যা? জাহাজ শ্রমিকের মৃত্যুতে আবাসিক হোটেল পরিচালনাকারীদের কোন যোগ সূত্র আছে কিনা? জনমনে এরকম নানা প্রশ্ন উঠছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান সাংবাদিকদের বলেন, রোববার (৪ ডিসেম্বর) দুপুরে রোজ হ্যাভেন আবাসিক হোটেলে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলে ছিলো।
তিনি বলেন, মৃত ওই ব্যক্তি শনিবার রোজ হ্যাভেন হোটেলে উঠেছিল এবং রোববার সকাল থেকে তার রুমে কোনো সাড়াশব্দ না পেয়ে থানা পুলিশে খবর দেয় হোটেল কতৃপক্ষ। বলেন, তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply