বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তর বলে দেওয়ার অপরাধে এক শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকের নাম কমল দাস। তিনি রাজিহার ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহকারী শিক্ষক।
বৃহস্পতিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শাখার ট্রেড-১-এর পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘পরীক্ষা চলাকালে ওই শিক্ষক শিক্ষার্থীদের উত্তর বলে দিচ্ছিলেন। এ সময় ওই কেন্দ্রের অপর একটি কক্ষে অবস্থান করছিলেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি বিষয়টি জানতে পেরে ঘটনার সত্যতা উদ্ঘাটন করে পরীক্ষা কেন্দ্রের সভাপতি ইউএনওর কাছে অবহিত করেন। ‘পরে ওই শিক্ষকে ইউএনওর কার্যালয়ে এনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে অভিযুক্ত শিক্ষক অভিযোগের সত্যতা স্বীকার করলে তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply