বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল সরকারি কলেজের খেলার মাঠে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজ গেটে বিক্ষোভ সমাবেশ শেষে সিটি মেয়র বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সোমবার (১৫ জুলাই) বেলা ১১টায় সাবেক শিক্ষার্থী ও মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজ মাঠ রক্ষা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাঠ রক্ষা কমিটির সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– কমিটির সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী, তেতুলতলা মাঠ আন্দোলনের সংগঠক সৈয়দা রত্না, সমাজসেবক ডা. হাবিবুর রহমান ও জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিরনসহ অন্যরা।
বক্তারা বলেন, ‘সরকারি বরিশাল কলেজের খেলার মাঠে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে। সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। খেলার মাঠের জন্য মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবন ভেঙে মাঠের জায়গা বের করা হয়েছিল। বিকল্প জায়গা থাকার পরেও একমাত্র খেলার মাঠ নষ্ট করার এই পরিকল্পনা থেকে কর্তৃপক্ষকে অবিলম্বে সরে আসার আহ্বান জানাচ্ছি। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান কর হয়। মেয়র মাঠরক্ষা কমিটিকে শিক্ষা প্রকৌশল অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সরকারি বরিশাল কলেজের ভবন নির্মাণের বিষয়ে শিক্ষার্থী, মাঠরক্ষা কমিটিসহ প্রশাসনিক বৈঠক করার আশ্বাস দেন।
সম্প্রতি কলেজের খেলার মাঠ দখল করে নয় কোটি টাকা ব্যয়ে বহুতল ভবন নির্মাণকাজ শুরু হয়। এরপর থেকেই ওই মাঠ রক্ষার্থে আন্দোলনে নামেন শিক্ষার্থী এবং রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply