বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
স্বরূপকাঠি থেকে মাসুদুল আলম অপু, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : সরকারি বরিশাল কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী সান ই জাহান জুয়েনা হত্যার বিচার দাবিতে স্বরূপকাঠিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (৯ নভেম্বর) বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন, অধ্যাপক জুলফিকার আলী, প্রধান শিক্ষক নুরুল আমিন, জুয়েনার বাবা মো. মাসুম ফরাজী, জুয়েনার মা মোসাঃ শিরিন প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৩ মে বরিশাল বিএম কলেজের সামনে আইনুল ভিলার মেসে সান ই জাহান জুয়েনার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জুয়েনার মা মোসাঃ শিরিন বাদী হয়ে মোয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বরূপকাঠির সোহাগদল গ্রামের তাওসিফ আনামকে আসামি করে বরিশাল কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেন। পরে ১১ আগষ্ট তাওসিফ আনামসহ ৯ জনকে আসামি করে বরিশাল মেট্রোপলিটন আমলী আদালতে দ্বিতীয় বার একটি হত্যা মামলা দায়ের করেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply