বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার গারদে থাকা আসামিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কনস্টেবল মাসুমকে ক্লোজড করা হয়েছে। বিএমপি গঠিত কমিটির প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) তোতা মিয়া।
এর আগে গ্রেপ্তার আসামিদের সঙ্গে সেলফি তোলায় কাউনিয়া থানার এসআই সাইদুল হককে ক্লোজড করা হয়েছিল।
মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাকে গ্রেপ্তারের পর সেলফি তোলেন সাইদুল হক এবং কাউনিয়া থানার গারদে রইজ আহম্মেদ মান্নাসহ গ্রেপ্তারদের শুয়ে থাকার ছবি ছড়িয়ে দেওয়ায় ক্লোজড হন মাসুম। মান্না আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি ও মারধরের অভিযোগে ১৩ সহযোগীসহ কারাগারে রয়েছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply