বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বন্দরে সরকারী সম্পত্তি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আইন কানুনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে স্থানীয় কাঠ ব্যবসায়ী সুরাত আলী ভবন নির্মাণ কাজ চালিয়ে আসলেও এ যেনো দেখার কেউ নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, মাস খানেক আগ থেকে গুঠিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কাঠ ব্যবসায়ী সুরাত আলী গুঠিয়া বন্দরের পশ্চিম পাশে সিএন্ডবি রোডের সম্পত্তি এবং জোড় খালের সম্পত্তি দখল করে ভবন নির্মাণ কাজ শুরু করে। সূত্র জানায়, সিএন্ডবি রোডের সাড়ে ১৩ ফুট এবং পিছনের জোড় খালের সাড়ে ৬ ফুট সম্পত্তি দখল করে ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছেন সুরাত আলী। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আওরঙ্গজেব অবহিত হলে সুরাত আলীকে কাজ বন্ধ রাখার কথা বলেন। কিন্তু তিনি চেয়ারম্যানের কথাকে উপেক্ষা করে নির্মাণ কাজ করে আসছে। এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply