বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপট্টি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ পরিবারকে ফাঁসাতে নিজের পরিত্যক্ত ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আলমগীর হোসেন শনিবার দিবাগত মধ্যরাতে নিজের ঘরে আগুন দিয়ে এহেন বিতর্কের জন্ম দিয়েছে। এই আলমগীর হোসেনের বিরুদ্ধে এলাকায় রয়েছে অন্তহীন অভিযোগ। এলাকায় বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড করে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে সে।
সরেজমিনে জানা যায়, মুকুন্দপট্টি গ্রামের বাসিন্দা দুলাল হাওলাদার ও আলমগীর হাওলাদার সম্পর্কে আপন ভাই। দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আলমগীর হাওলাদার এলাকায় ধুরন্ধর ও সন্ত্রাস প্রকৃতির হিসেবে পরিচিত। এরআগে আলমগীর তার বড় ভাই দুলাল হাওলাদারের ওপর বর্বর কায়দায় হামলা চালিয়েছিল। বিভিন্ন সময়ে দুলাল হাওলাদারের পরিবারের ওপর হামলা সহ নানা ধরণের নাটক সাজিয়ে হয়রানি করে আসছে। এরইধারাবাহিকতায় নতুন করে আলমগীর নিজের পরিত্যাক্ত ঘরে আগুন দিয়ে দুলাল হাওলাদারের পরিবারের ওপর দোষ চাপাতে অপপ্রচার চালাচ্ছে।
এ প্রসঙ্গে দুলাল হাওলাদার বলেন, ওই পরিত্যক্ত ঘরে আলমগীর নিজে আগুন দিয়ে নাটক সাজিয়ে আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, এরআগে সে আমার ওপর হামলা চালিয়েছিল। তাছাড়া বিভিন্নভাবে আলমগীর আমার পরিবারের সদস্যদের হয়রানি করে আসছে। তিনি আরো বলেন, আমার তিন ছেলে। ছেলেরা কেউ বাড়িতে থাকে না, তারা বরিশালের বাইরে চাকুরী করছে। আমার ছেলে মনির মুলাদীতে কর্মরত। তাকে জড়িয়েও মিথ্যাচার চালিয়ে আসছে আলমগীর।
এসব প্রসঙ্গে আলমগীরের পরিবারের ভাষ্য, আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে নিতে দুলাল হাওলাদারের পরিবার হামলা চালিয়েছে। এবং ঘরে আগুন দিয়েছে।
এদিকে, স্থানীয় শান্তিপ্রিয় নারী-পুরুষ আলমগীরের অত্যাচারে অতিষ্ট। এলাকায় নানা অপকর্মের হোতা আলমগীরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারন মানুষ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply