বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল জেলা ও মহানগর ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার চালক ওয়ার্কার্স ইউনিয়ন (রেজি নং- খুলনা-২১৮১) কেন্দ্রীয় বাস টার্মিনাল, নথুল্লাবাদ, বরিশাল এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়ে।
সূত্রে জানা যায় , বরিশাল জেলা ও মহানগর ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবিট্যাক্সি, মাহিন্দ্রা ও এন জি, ট্যাক্সিকার চালক ওয়ার্কার্স ইউনিয়ন (রেজি. নং- খুলনা-২১৮১) এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ তফসিল অনুযায়ি ১৪ই আগস্ট ২০২৩ ইং তারিখ ইউনিয়নের ১১ টি পদের জন্য নির্ধারিত সময়ে মাত্র ১১ টি মনোনায়ন পত্র বিক্রি হয়। ১৫ আগস্ট ২০২৩- ইং তারিখ বিক্রিত ১১ টি মনোনায়ন পত্র জমা হয় এবং মনোনায়ন পত্র ভোটার তালিকা অনুসারে যাচাই বাচাই শেষে ১১টি মনোনায়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। ১৭ আগস্ট ২০২৩ ইং তারিখ কোন মনোনায়ন প্রত্যাহার করা হয় নাই। ফলে নির্বাচন পরিচালনা কমিটির ২০ আগস্ট ২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত সভায় ইউনিয়নের গঠনতন্ত্রের ১০ নং ধারা মোতাবেক এবং নির্বাচনী তফসিল ও নীতিমালার ১৩ নং কলমে বর্ণিত ১১ সদস্য বিশিষ্ঠ কমিটির ১১ পদের বিপরীতে কোন প্রার্থী না থাকায় অর্থাৎ প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিতরা হলেন মেহেদি হাসান খোকা সভাপতি, মোঃ মাইনুল ইসলাম স্বপন সহ-সভাপতি, মোঃ আরিফুল ইসলাম (সুমন মোল্লা) সাধারণ সম্পাদক, মোঃ আবুল বাসার খান সহ-সাধারণ সম্পাদক, মোঃ চুন্নু সিকদার কোষাদক্ষ্য, মোঃ সিদ্দিকুর রহমান একলাস সাংগঠনিক সম্পাদক, মোঃ তারেক হোসেন প্রচার সম্পাদক, মোঃ মিলন মোল্লা দপ্তর সম্পাদক, মোঃ নুরুল ইসলাম (কালু মোল্লা) লাইন সম্পাদক, মোঃ জানে আলম সদস্য -১,নাসির আলম শরীফ সদস্য-২।
নবনির্বাচিত সভাপতি খোকা বলেন, সংগঠনের দায়িত্ব পালনে নিরপেক্ষতার কঠোর প্রতিশ্রুতিবদ্ধ আছি। চাঁদাবাজি, নির্যাতন ও বিভিন্ন হয়রানি রুখে দেয়ার জন্য সর্বদা সদস্যদের পাশে সচল থাকবো। ইনশাল্লাহ আমরা সংগঠনকে একত্ববদ্ধভাবে অন্যান্য উচ্চতায় নিয়ে যাবো।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply