বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারারক্ষী শহিদুল ইসলাম কর্তৃক নগরীর ৭ নং ওয়ার্ডে ভাটিখানায় শত শত মানুষের চলাচলের রাস্তা ও ড্রেন দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগের ফাইল বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এরআগে কারারক্ষী শহিদুল ইসলাম কর্তৃক রাস্তা, ড্রেন ও কবরস্থানের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে নির্মাণাধীন ভবনের সামনে এলাকাবাসীর উদ্যােগে সোমবার (৩১ জুলাই) বিকেলে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কারারক্ষী শহিদুলের এতো অর্থের উৎসের বিষয়ে তদন্তের দাবি জানান এলাকাবাসী। এবং রাস্তা, ড্রেন ও কবরস্থানের জায়গা দখল করায় তার বিচার দাবি করেছেন স্থানীয়রা।
এরওআগে স্থানীয়রা কারারক্ষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বরিশাল বরিশাল সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, বরিশাল জেলা প্রশাসক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু কারারক্ষী শহিদুল নিয়ম কানুনকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমত জনসাধারণের চলাচলের রাস্তা, ড্রেন ও কবরস্থানের জায়গা দখল করে ভবন নির্মাণ কাজ চলমান রাখে।
এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে কারারক্ষী শহিদুলের বিষয়ে স্থানীয়রা লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গত ৭ আগস্ট কারারক্ষী শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। কিন্তু বিভাগীয় কমিশনার থেকে পাঠানো কারারক্ষীর ফাইলটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে গায়েব হয়ে যায়। সোমবার (২১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগকারীরা কারারক্ষীর ফাইলের বিষয়ে খোঁজখবর নিতে যান। কয়েক ঘন্টা জেলা প্রশাসকের বিভিন্ন শাখায় খোঁজ নিয়েও ফাইলটির কোন সন্ধান মিলেনি। অভিযোগকারী সার্জেন্ট (অব) শহিদুল ইসলাম এ প্রতিবেদককে প্রশ্ন রেখে বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে পাঠানো ফাইলটি কিভাবে গায়েব হয়ে গেলো? এটা কী ভাবে সম্ভব? তবে কী কারারক্ষী শহিদুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে অসাধু কর্মচারীদের যোগশাজসে ফাইলটি গায়েব করে দিল।

© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
[…] […]