বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল বিমানবন্দর থানার পশ্চিম রহমতপুর বাজার স্কুল রোড এলাকার স্বর্ণের দোকানে ডাকাতি চেষ্টাকালে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে ব্যবসায়ীরা। আটককৃত দুজনকে শুক্রবার (১৮ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ বলছে, বৃহষ্পতিবার দুপুরের দিকে ৭-৮ জন ডাকাত সদস্য বিমানবন্দর থানার পশ্চিম রহমতপুর বাজার স্কুল রোড এলাকার স্বর্ণকার পট্টি সুমন জুয়েলার্সে যায়। এসময় তাদের দেখে ব্যবসায়ীরা বুঝে যায় এবং থানা পুলিশকে খবর দেয়। তবে পুলিশ যাওয়ার আগেই ব্যবসায়ীরা তাদের ঘিরে ফেলে। এ চক্রের আটক দুই সদস্য ব্যতিত বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর এলাকার আবু তাহেরের ছেলে মোঃ ফারুক (২৬) ও চাঁদপুর জেলার কঁচুয়া থানাধীন কান্দিরপাড় এলাকার জামাল মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (৩২) কে আটক করে।
এসময় তাদের হেফাজত থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও পৌনে দুই লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন, দুটি আংটি, দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়।
বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমে বলেন, আটককৃত ডাকাত সদস্যসহ পলাতকদের মধ্যে বেশিরভাগই কুমিল্লা ও চাঁদপুর জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এরা মূলত দিনের বেলাতে আকস্মিক ডাকাতি করে। তিনি বলেন, সুমন জুয়েলার্সের দায়ের করা মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply