শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ইউনিভার্সেল নিউজ, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজসেবক নতুন মেধাবীমুখ আদনান হোসেন অনি। তিনি স্মার্ট ১৭ নং ওয়ার্ড গড়তে ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। এবারে ওয়ার্ডবাসী তাঁকে কাউন্সিলর হিসেবে দেখতে চায়। বিশেষ করে এলাকার শান্তিপ্রিয় নারী পুরুষ এই অমায়িক, ভদ্র, বিনয়ী স্বভাবের তরুণ সমাজসেবককে জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহী। তাঁর পক্ষ হয়ে কাজ করার অঙ্গিকারও করেছেন শান্তিপ্রিয় নারী পুরুষ। তারা বলছেন, সমাজসেবক নতুন মেধাবীমুখ আদনান হোসেন অনি এলাকার মানুষের বিপদে আপদে পাশে ছিলেন। তিনি সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে চলছেন। তার নেই কোন আত্মঅহমিকা। এজন্য বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে সমর্থন দিয়ে আসছেন।
তরুণ সমাজসেবক নতুন মেধাবীমুখ আদনান হোসেন অনি বলেন-আমি আরো আগ থেকেই মানুষের কল্যানের লক্ষে কাজ করে আসছি। বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে আগের চেয়ে আরো বেশী মানুষের জন্য যেনো কাজ করতে পারি।
এদিকে, এবারে ১৭ নং ওয়ার্ডে তরূণ সমাজসেবক মেধাবীমুখ আদনান হোসেন অনিকে কাউন্সিলর পদে দেখতে চায় সকল শ্রেনী পেশার মানুষ। এক্ষেত্রে দলমত,ধর্ম,বর্ণ, নির্বিশেষে ভদ্র, অমায়িক, মার্জিত আদনান হোসেন অনিকে সমর্থন দিচ্ছে। অনিও ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে কুশল বিনিময় করে চলছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply