বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল অশ্বিনী কুমার হলের বিপরীতে শ্রী শ্রী তালতলা কালী মন্দিরের পূর্ব পার্শ্বে সিটি কর্পােরেশনের প্লান বহিভূত রিভাইস বিহীন ৫ তলা ও ৬ষ্ঠ তলার নির্মাণ কাজ চালিয়ে আসছে সিদ্ধার্থ চট্রোপাথ্যায় গং। এতে মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করছেন। পাশাপাশি এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। গত ৪ এপ্রিল তালতলা কালী মন্দির এর সাধারণ সম্পাদক গোবিন্দ সরকার মন্দিরের পক্ষে এই অভিযোগ দিলেও অভিযোগের বিষয়ে কোন ধরণের প্রতিকারে আজও আলোর মুখ দেখে নি।
অভিযোগে উল্লেখ করা হয়- মন্দিরের জায়গায় এসি (এয়ারকন্ডিশন) এর বিষাক্ত সিএফসি গ্যাস ও বিষাক্ত পানি নির্গত হয়। এরফলে প্রতিদিন মন্দিরে আগত শত শত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। এরকম পরিস্থিতিতে মন্দির সংশ্লিষ্টদের দাবি যে- প্লান বহিভূত ভবনে যাতে কোনভাবে প্লান না পেতে পারে।
এদিকে, স্থানীয় ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরু এর কাছে মন্দির কমিটি অভিযোগ দেন। এ বিষয়ে কাউন্সিলর হিরু বলেন, তাদের প্লান রয়েছে। তবে পরিবেশের জন্য যে ক্ষতিকর বিষয়গুলো সেগুলো সমাধান করা যেতে পারে।
তালতলা কালী মন্দির এর সাধারণ সম্পাদক গোবিন্দ সরকার ইউনিভার্সেল নিউজকে বলেন, আমরা মন্দির কর্তৃপক্ষ প্লানবহিভূত বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার বিষটি সিটি কর্পোরেশনে অভিযোগ দিয়েছি। তিনি বলেন, মন্দিরের জায়গায় এসি (এয়ারকন্ডিশন) এর বিষাক্ত সিএফসি গ্যাস ও বিষাক্ত পানি নির্গত হয়। এরফলে প্রতিদিন মন্দিরে আগত শত শত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উদাসীনতার কারণে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছে।পাশাপাশি পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ বিষয়ে মাননীয় মেয়রের আশু দৃষ্টি কামনা করছি।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply