বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) সহধর্মিণী লুনা আব্দুল্লাহ এক প্রতিক্রিয়ায় বলেছেন, দল-মত নির্বিশেষে সবাই যে খোকন সেরিনয়াবাতকে ভোট দিয়েছেন এজন্য নগরবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, নিজের ভালো লাগা থেকেই আমি নগরের প্রতিটি কলোনিসহ প্রতিটি মানুষের কাছে গিয়েছি। সামনের দিনগুলোতে তারা আমাদের ভালোবাসা যেমন পাবে, তেমনি আমাদের দু’জনকেই পাশে পাবে। নগরবাসীর সুখে-দুঃখে আমরা দু’জনই পাশে থাকবো।
মঙ্গলবার (১৩ জুন) সকালে বরিশাল নগরের কালুশাহ সড়কের বাসভবনে প্রতিক্রিয়ায় ব্যক্তকালে তিনি বলেন, বরিশালবাসীকে আমি ধন্যবাদ জানাই, তারা তাদের নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ভাইকে ভোট দিয়েছন এবং বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। অবশ্যই তারা তাদের ভাইকে একজন আদর্শবান, সৎ ও ভালো মানুষ বিধায় এ ভালোবাসা দিয়েছেন। এ কারণে তারাই চেয়েছেন একজন ভালো মানুষ আমাদের বরিশালবাসীর পাশে আসুক।
এ সময় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, বিভিন্ন বাধা-বিপত্তি উপেক্ষা করে আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করায় আমি বরিশালের নগরবাসীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বস্তরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার মর্যাদা যেন রক্ষা করতে পারি সেজন্য মহান আল্লাহপাক আমাকে শক্তি দান করুণ।
তিনি বলেন, আমার প্রতিশ্রুতির সবগুলো অগ্রাধিকার দিয়ে কাজ করবো। কারণ আমার প্রতিশ্রুতির কোনটা থেকে কোনটা বাদ দেওয়ার নয়। তবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে যাচাই-বাছাই করে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। আমার ইশতেহার বরিশালবাসীর জন্য, মানুষের উন্নয়নের জন্য।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply