বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর রুইয়ার পুল সংলগ্ন চৌধুরী বাড়ির এক বৃদ্ধা বিধবার সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে স্থানীয় ভূমিদস্যু চক্র। এ বিষয়ে বৃদ্ধা বিধবা মনিরা বেগমের ছেলে রুবাইদ শান্ত বরিশাল বিমান বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিবাদীরা হলো সগির তালুকদার, বিটু, লিটু, নজরুল হাওলাদার, কাঞ্চন খান, মানিক খান, দুলাল হোসেন, বাচ্চু তালুকদার, লিটন তালুকদার, কাওসার তালুকদার, মিন্টু তালুকদার ও সবুজ তালুকদার।
অভিযোগে উল্লেখ করা হয়, নগরীর ২৭ নং ওয়ার্ডের রুইয়ার পুল সংলগ্ন চৌধুরী বাড়ির বৃদ্ধা মনিরা বেগমের সম্পত্তিতে সম্প্রতি পিলার দিয়ে কাটাতারের সীমানা প্রাচীর স্থাপন করা হয়। সোমবার রাতে ভূমিদস্যু চক্রের সদস্যরা কাটাতারের বেড়া উপরে ফেলে। মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার সত্যতা পাওয়া যায়। এদিকে, ভূমিদস্যু চক্রের সদস্যরা নানাবিধপন্থায় বৃদ্ধা মনিরা বেগমের পরিবারের সম্পত্তি জবর দখল সহ ক্ষতিসাধনের অপচেষ্টা চালিয়ে আসছে। এতে জীবনের চরম নিরাপত্তাহীনতার মাঝে বসবাস করছেন ভুক্তভোগী পরিবার। তারা এ বিষয়ে বরিশাল সিটি কর্পােরেশনের মেয়র এর আশু দৃষ্টি কামনা করেছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply