বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল নগরের ১৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: জসিম উদ্দিন ওবং তাঁর শ্যালক শেখ শোয়েব অবৈধভাবে অদৃশ্য ক্ষমতার দাপটে এজমালি বা যৌথ সম্পত্তিতে রাস্তার উপর স্থায়ী ওয়াল নির্মাণ কাজ বীর দর্পে চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। নগরের নিউ সাকুর্লার রোডের হার্টফাউন্ডেশন সংলগ্ন মম ভিলার পাশের গলিতে রাস্তার ওপর প্লানবহিভূত এই নির্মাণ কাজ চালিয়ে আসছেন তারা। ওয়াল নির্মাণের ফলে শেখ নিবাস’র পরিবারের চলাচলের পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, ওই ওয়াল নির্মাণ কাজ বন্ধে বরিশাল সিটি কর্পোরেশন থেকে নির্দেশ আসলেও তাও মানছেন না জসিম উদ্দিন ওবং তার শ্যালক শেখ সোহেব। রাতের আধারে ওয়াল নির্মাণ কাজ ঠিকই চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে জসিম উদ্দিনের শ্যালক শোয়েব ও তাঁর সাঙ্গপাঙ্গরা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে প্রতিবাদকারী ভুক্তভোগী পরিবারকে দাবড়িয়ে বেড়াচ্ছেন। এরমকম অভিযোগ ভুক্তভোগী পরিবারের সদস্যদের। যা সিটি কর্পোরশনের আইন কানুনকে বৃদ্ধাঙ্গলী দেখানোর সামিল বলে মন্তব্য করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
নভেম্বর মাসের শুরুতে নগরের নিউ সাকুর্লার রোডের বাসিন্দা জসিম উদ্দিন ও তার শ্যালক শেখ সোহেব যৌথ সম্পত্তি দখল করে স্থায়ী ওয়াল নির্মাণ করায় তিনটি পরিবারেরই চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভােগের কবলে পড়েছে রফিকুল ইসলাম বাহার গং।
এ বিষয়টি ভুক্তভোগীরা বরিশাল সিটি কর্পােরেশনকে অবহিত করেন।
এরমধ্যে রফিকুল ইসলাম বাহার সিটি কর্পােরশনে ৭ নভেম্বর মেয়র বরাবর লিখিত অভিযোগ দেন। পাশাপাশি ইসরাত জাহান ডলিও ওয়াল নির্মাণ কাজ বন্ধে ১৪ নভেম্বর সিটি কর্পােরেশনে লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগী পরিবারগুলোর বক্তব্য, যৌথ সম্পত্তি দখল করে আইন কানুনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে স্থায়ী ওয়াল নির্মাণ কাজ চালিয়ে আসছেন জসিম উদ্দিন। ওয়াল নির্মাণ কাজ করায় ভুক্তভোগী পরিবারগুলো প্রতিবাদ জানালে অগ্নিমূর্তিরূপ ধারণ করেন জসিম ও তাঁর শ্যালক শেখ শোয়েব। একইসঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোকে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছেন।
প্রথমে রফিকুল ইসলাম বাহার অভিযোগ দেওয়ার পর সিটি কর্পোরশন থেকে ওয়াল নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। দিনে নির্দেশ দিলেও ওই রাত থেকে ফের ওয়াল নির্মাণ কাজ শুরু করেন জসিম উদ্দিন ও তার শ্যালক শোয়েব। এরপর পরিবারের পক্ষে ইসরাত জাহান ডলি অভিযোগ দেন।
এদিকে, ভুক্তভোগী পরিবারের সদস্যদের একের পর এক নানাবিধ পন্থায় হুমকি দিয়ে আসার অভিযোগ উঠেছে। তাদেরকে মামলায় জড়িয়ে দেওয়াসহ বিভিন্নভাবে ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে আসছেন জসিম উদ্দিন ও তাঁর শ্যালক শোয়েব।
ভুক্তভােগী পরিবারের পক্ষে ইসরাত জাহান ডলি বলেন, অবৈধভাবে এজমালি সম্পত্তির রাস্তা দখল করে ওয়াল নির্মাণ কাজ বন্ধ করার প্রতিবাদ করায় জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী দিলরুবা আক্তার বেনু আমাকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। এবং বিভিন্নভাবে ক্ষতি করবে বলে হুমকি প্রদর্শন করেন। এছাড়া জসিম উদ্দিন এর শ্যালক শোয়েব এবং তাঁর সঙ্গে থাকা ভাড়াটিয়া ক্যাডাররা অকথ্য ভাষায় গালাগাল ও ক্ষতি করার হুমকি দেয়। ইসরাত জাহান ডলি আরো বলেন, একইভাবে আমার মামা রফিকুল ইসলাম বাহারকেও গালাগালসহ অব্যাহত হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রিয়াজ উদ্দিনের আশ্রয়ে প্রশয়ে যুবলীগ সভাপতি জসিম উদ্দিন অবৈধভাবে ওয়াল নির্মাণ কাজ চালিয়ে আসছেন।
অবৈধভাবে ওয়াল নির্মাণ প্রসঙ্গে ওয়ার্ড যুবলীগ সভাপতি জসিম উদ্দিন বলেন, আমার শ্যালক শেখ শোয়েব এর রেকর্ডিও সম্পত্তিতে ওয়াল নির্মাণ কাজ চলছে। সিটি কর্পোরেশনে অভিযোগ দেওয়া প্রসঙ্গে বলেন, এটা শুধুমাত্র হয়রানির উদ্দেশ্য অভিযোগ দিয়েছে। এর কোন সতত্য নেই। তিনি বলেন, যেখানে ওয়াল নির্মাণের কাজ চলছে সেটা সম্পূর্ন আলাদা খতিয়ান। কারো ব্যক্তিগত কিংবা এজমালি সম্পত্তিতে ওয়াল নির্মাণ করা হচ্ছে না বলে জানান জসিম উদ্দিন।
সিটি কর্পোরেশন প্লানবহিভূতভাবে ওয়াল নিমাণ করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, সিটি কর্পোরেশনের প্লান রয়েছে। যোগ করেন প্লানের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র কর্পোরেশনে জমা দেওয়া হয়েছে।
প্লান তো পাস হয়নি এরআগেইেতা ওয়াল নির্মাণের কাজ প্রায় শেষ করেছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি কর্পোরেশনের প্লান পাস হওয়া সময়ের ব্যাপার। প্লান পাস হয়ে যাবে। আর এ বিষয়টি অনেকেই জানেন। মূলত: আমি ওয়ার্ড যুবলীগের সভাপতি হওয়ায় আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় বিভিন্ন ধরণের অপপ্রচার চালানো হচ্ছে।
সিটি কর্পোরেশন কর্তৃক ওই ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া প্রসঙ্গে যুবলীগ নেতা জসিম উদ্দিন বলেন, হ্যা, সিটি কর্পােরেশন কাজ বন্ধ করে রেখেছে। এখনও কাজ বন্ধ রয়েছে।
এদিকে, এজামালী সম্পত্তির রাস্তা দখল করে স্থায়ী ওয়াল নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এজন্য ওয়াল নির্মাণ কাজ বন্ধ করার বিষয়ে বরিশাল সিটি কর্পােরেশনের নগর পিতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র আশু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply