বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের এক নারীর বিরুদ্ধে ঝাড়ফুঁকের নামে সাধারন মানুষের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রগুলো বলছে, স্থানীয় কাদের মেম্বরের বাড়ি লাগোয়া মরিয়ম নামের এই নারী সাধারন মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা কৌশলে হাতিয়ে নিচ্ছে।
সূত্র জানায়, যেকোন মানুষ মরিয়মের কাছে সমস্যা সমাধানের জন্য আসলে তিনি পেট টানানো থেকে শুরু করে তাবিজ কবজ এর মাধমে ভুক্তভোগীদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এ কাজে তিনি তার বেকার স্বামী বেল্লাল হোসেন এবং বেকার পুত্র মঈনকে ব্যবহার করেন। কেউ যদি তার দাবিকৃত টাকা না দেয় সেক্ষেত্রে তিনি তার স্বামী ও পুত্রের মাধ্যমে ভুক্তভোগীকে নানা ধরণের ভয়ভীতি দেখান।
এ প্রসঙ্গে ডা: আশিকুর রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞানে ঝাড়ফুঁকের কোন অস্তিত্ব নেই। যে যাই করুক, এটা স্রেফ প্রতারণা।
এদিকে, এলাকাবাসী প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া মরিয়ম ও তার স্বামী এবং পুত্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply