বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল নগরীতে ড্রেনেজ ব্যবস্থা বেহালদশায় নগরবাসীকে নানা ধরণের ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরীর অধিকাংশ স্থানে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সচেতনমহল বলছেন, পানি নিষ্কাশনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দীর্ঘদিনের দাবি নগরবাসীর। অথচ এই নগরীতে এখনো পানি নিষ্কাশনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে উঠেনি।
এদিকে, শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে বৃষ্টির পানি জমে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ৭৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বরিশাল নদী বন্দরে ১ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, সকাল থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। কোথাও ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগেও বাতাস বইছে। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তাতে নগরীতে পানি জমার কথা না। নগরীর ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমতে পারে।
রাস্তায় পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হেঁটে চলাচলকারী পথচারীরা। জলাবদ্ধতার এই কারণ হিসেবে নগর কর্তৃপক্ষকে দুষছেন নগরবাসী। তারা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নামছে না।
নগরীর বগুড়া রোডের বাসিন্দা মামুন জানান, সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় বগুড়া রোডের এই সড়কটি। সিটি করপোরেশন কর্তৃপক্ষ নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply