বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অপু রায় (৪৫) মৃত্যুবরণ করেছেন। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এরআগে গত ১৭ জানুয়ারি শরীয়তপুর জেলার জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ফ্রিল্যান্সার ও সাংবাদিক মাসুদ রানা (৩৮)। ২৯ জানুয়ারি আরটিভির বরিশাল ব্যুরো প্রধান মোহাম্মদ আলী খান জসিমের পুত্র জারিফ খাবারে বিষক্রিয়ায় মৃত্যুবরন করে।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মেহেদী হাসান সাংবাদিকদের জানিয়েছেন, অপু রায় নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।
স্বজনরা জানান, অপু রায় নগরীর কালু শাহ সড়কের রবার্ট স্যামুয়েল রায়ের ছেলে। মৃত্যুকালে তিনি দুই শিশু সন্তান, স্ত্রী, মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কীর্তনখোলা পত্রিকার সিনিয়র রিপোর্টার পদে কর্মরত ছিলেন তিনি।
এদিকে, কোর্ট রির্পোটার্স এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাংবাদিক অপু রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃত্তি দিয়েছেন বিভিন্নমহল। গভীর শোক প্রকাশ করে বিবৃত্তি দিয়েছেন অনলাইন নিউজ পেপার ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর পরিবারবর্গ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply