বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ,সঞ্জীব সিংহ বর্মণ, বরিশাল : বরিশাল নৌবন্দরে যাত্রীদের সেবা দিয়ে জনমনে বেশ প্রশংসিত আনসার বাহিনীর সদস্যরা। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আযহা শেষে কর্মস্থল রাজধানীমুখী যাত্রীদের নিরাপত্তায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন আনসার বাহিনী। যাত্রীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সকল শ্রেনী পেশার মানুষের কাছে আনসার বাহিনীর সদস্যরা প্রশংসা কুড়িয়েছেন।
বিশেষ করে অসুস্থ ব্যক্তি-বিশেষকে কোলে করে এবং হুইল চেয়ারে করে লঞ্চে তুলে দেওয়াসহ জীবনের ঝুকি নিয়ে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আনসার বাহিনী।
গত ৪ জুলাই থেকে ৭জুলাই পর্যন্ত জেলা কমাডেন্ট বাসুদেব ঘোষ এর নির্দেশে প্লাটুন কমান্ডার (পিসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম নিজেদের কর্মপরিধির বাইরে গিয়েও মানবিকতার পরিচয় বহন করেছে। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। অবশ্য এর আগেও ঈদ উৎসবে বরিশাল নৌবন্দরে অনুরুপ দায়িত্ব পালন করে আনসার সদস্যরা।
বরিশাল জেলা আনসার কমান্ডেন্ট বাসুদেব ঘোষ ইউনিভার্সেল নিউজকে জানান, প্লাটুন কমান্ডার (পিসি) মো. জসিম উদ্দিন, রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আনসার কমান্ডর রাজিব কুমার সিংহ এবং গৌরনদী উপজেলা আনসার কমান্ডার সোহেল খলিফার সমন্বয়ে একটি টিম বরিশাল নদীবন্দরে ৪ জুলাই রাত ৮ টার দিকে মোফাজ্জেল হোসন নামের এক অসুস্থ বৃদ্ধকে হুইল চেয়ারে করে ঢাকাগামী লঞ্চে তুলে দেন।টিমের সদস্যরা যাত্রীসেবায় নিয়োজিত ছিলেন।
এই সময়ে তাদের সার্বক্ষণিক তদারকি করেন প্রশিক্ষক এনায়েত হোসেন ও একাউন্টেন্ট রফিকুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত সময়ের ন্যায় এবারও আনসার সদস্যরা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ সাহসিকতা এবং মানবিকতার পরিচয়ও দিয়েছেন। রাজধানীমুখী অসুস্থ মানুষজনকে আনসার সদস্যরা কেউ কোলে তুলে নিয়েছেন, আবার কেউ টলিযোগে লঞ্চে উঠিয়েছেন। আনসারদের মানবিক এই কর্মকান্ড বিগত সময়ের ন্যায় প্রশংসিত ।
নৌবন্দরে দায়িত্ব পালনকারী টিম প্রধান মো. জসিম উদ্দিন ইউনিভার্সেল নিউজকে জানান, দায়িত্ব পালনকালে তারা অসুস্থ যাত্রীদের কোলে টলিযোগে এবং হুইল চেয়ারে লঞ্চে তুলে দিয়েছেন। পরবর্তীতে তারা রাজধানী ঢাকায়ও নিরাপদে পৌঁছেছেন। এছাড়া বন্দরে তাদের সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়াসহ ব্যাপক সাহসিকতা দেখিয়েছেন।
ইতিবাচক কর্মকান্ডের জন্য অধীনস্থদের সাধুবাদ জানিয়ে বরিশাল জেলা আনসার কমান্ডেন্ট বাসুদেব ঘোষ ইউনিভার্সেল নিউজকে জানান, নৌবন্দরে তাদের ৩০ সদস্য তিন ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করেছেন। তারা যেহেতু ভাল কিছু করেছে, সেক্ষেত্রে তাদের প্রশংসা করা যেতেই পারে।

এদিকে, এবারে ঈদ পরবর্তী রাজধানীমুখী মানুষের নিরাপত্তায় জীবনের ঝুঁকি নিয়ে মানবিক দায়িত্ব পালন করেন ৩০ আনসার সদস্য।
সবমিলিয়ে আনসার বাহিনীর সদস্যদের যাত্রী সেবায় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষ প্রশংসা করেছেন।
উল্লেখ্য, বিআইডব্লিউটিএ বরিশাল লঞ্চ ঘাটে যাত্রীদের নিরাপত্তার জন্য অস্থায়ীভাবে ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য আনসার বাহিনীর সদস্যদের নিয়োগ দেন।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply