বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল পোর্টরোড বাজারের অবৈধ ইজারা বাতিলের দাবি জানিয়েছেন ব্যবাসায়ীরা। শনিবার (০৮ মার্চ) বেলা সাড়ে ১২ টায় পোর্ট রোড মৎস্য আড়তদার মালিক সমিতির কার্যালয় ইলিশ ভবনে এক সাংবাদিক সন্মেলনে ব্যবাসায়ীরা বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পোর্টরোড বাজারের ইজারা প্রথা চালু করা হয়। সেই থেকে মালিকানাধীন সম্পত্তিতে গড়ে ওঠা বাজারটি অবৈধভাবে ইজারা দিয়ে আসছে বরিশাল সিটি করপোরেশন।
মৎস্য আড়তদার এসোসিয়েশনের উদ্যােগে অনুষ্ঠিত সাংবাদিক সন্মেলনে বলা হয়- সিটি কর্পোরেশন অবৈধভাবে পোর্টরোড বাজার ইজারা দিয়ে ফুটপাতের ব্যবসায়ীদের ওপর জুলুম করছেন। বিশেষ করে ইজারাকৃত পোর্টরোড বাজারের ওই জমি শহীদ জিয়া মৎস্য অবতরণ কেন্দ্রের হওয়ায় সিটি করপোরেশনের ইজারা বাতিল দাবি জানান তারা। এছাড়া, বরিশাল সিটির সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের ছত্রছায়ায় সাবেক কমিটির সভাপতি খান হাবিবের ভাই খান কামাল বিএনপি’র নাম ব্যবহার করে বাজার কম্পাউন্ডের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদাবাজি করে আসছেন। বিআইডব্লিউটিএ’র কাছ থেকে ইজারা নিয়ে ৩৪ টাকার জায়গায় ৩০০ টাকা করে গাড়ি লোড-আনলোডে চাঁদা নিচ্ছেন বলে অভিযোগ মালিক সমিতির।

বরিশাল সদর মৎস্য আড়তদার এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম অভিযোগ করে বলেন, পোর্টরোড বাজারের জমি শহীদ জিয়া মৎস্য অবতরণ কেন্দ্রের নামে রেকর্ডীয় সম্পত্তি। অথচ ওই সম্পত্তিতে গড়ে ওঠা বাজার সিটি করপোরেশন অবৈধভাবে ইজারা দিয়েছে। বিষয়টি সিটি করপোরেশনের প্রশাসকে অবহিত করলেও কোন প্রতিকার পাননি।
বরিশাল সদর মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: কামাল সিকদার বলেন, বিআইডব্লিউটিএ এর মাছঘাঁট থেকে মন প্রতি ৩৪ টাকা নির্ধারণ করা থাকলেও ইজারাদার খান হাবিবের লোকজন ৩০০ টাকা পর্যন্ত নিচ্ছেন। পরে বিষয়টি নিয়ে বসলে ৩০০ টাকার স্থলে বর্তমানে ১০০ টাকা করে নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ রিমন, সাবেক সভাপতি জাহাঙ্গীর সিকদার, ইয়ার হোসেন সিকদার, তাফু চৌধুরী, বাচ্চু তালুকদার, রাজেশ্বর দাস প্রমুখ ।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply