বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : শীঘ্রই বরিশাল বিভাগীয় মাজার সমন্বয় পরিষদ এর কমিটি গঠন হচ্ছে। এরইমধ্যে বরিশাল বিভাগীয় মাজার সমন্বয় পরিষদ এর কমিটি গঠন করার চূড়ান্ত সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। আগামী ১৫ নভেম্বর কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহীত হয়। বরিশাল নগরীর ডিসি অফিস সংলগ্ন নারী বুড়ি মাজারে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় মাজার সমন্বয় পরিষদ গঠনের প্রস্তাবক ও জাগ্রত বরিশাল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বেলাল আহমেদ শান্ত এই তথ্য নিশ্চিত করে বলেন, বরিশাল নগরীসহ জেলা এবং বিভাগের সকল মাজার বা দরবারে দায়িত্বে যারা রয়েছেন তরীকাপন্থী সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ০১৭১৮১২১৭৬৭ নাম্বারে ফোন করার অনুরোধ করা হয়েছে।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply