বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকম : বরিশাল বিভাগের জনস্বার্থে ধারাবাহিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন মুক্ত তথ্য গাইড বইটির গুরুত্বারোপ তুলে ধরেন সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। যা বরিশাল তথ্য গাইড কিংবা বরিশালের ডায়েরি নামেও পরিচিত। সোমবার (১৪ নভেম্বর) সকালে তথ্য গাইড বইটি বরিশাল সদর উপজেলার হিজলতলা মৌলভীর হাট মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থী সংগ্রহ করেছেন। বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে বরিশাল তথ্য গাইডের সম্পাদক বইটির গুরুত্বারোপ তুলে ধরা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তথ্য গাইড বইটির গুরুত্বারোপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং তথ্য গাইড বইটি সংগ্রহ করার আহ্বান জানান বইটির সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। তার আহ্বানে সাড়া দিয়ে মৌলভীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তথ্য গাইড বইটি সংগ্রহ করেন।
তিনি মনে করেন, শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি নিজের দেশের ইতিহাস, ঐতিহ্য গৌরবময় অর্জন এবং দেশের বিশিষ্ট গুনি মানুষের জীবনী ও তাদের দেশের প্রতি অবদান সম্পর্কে একটা ধারণা জন্ম নিবে। এই প্রত্যায় নিয়ে মামুন এগিয়ে যেতে চাই তার লক্ষ্যে। তারই ধারাবাহিকতায় ৯, ১৩ ও ১৪ নভেম্বর বরিশাল সদর উপজেলার টংঙ্গীবাড়িয়া ইউনিয়নে টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, পতাং মাধ্যমিক বিদ্যালয় ও সিংহেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বইটির গুরুত্বারোপ তুলে ধরেন।
প্রসঙ্গত : ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বরিশাল বিভাগের ওপর তথ্য ভিত্তিক গাইড বই প্রকাশ করে আসছেন জাহিদুল ইসলাম মামুন। তাঁর প্রথম তিনটি গাইড বই বরিশাল বিভাগের সহকারী, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও মানুষের দৈনন্দিন জীবনের অতি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রতিষ্ঠান ফোন, মোবাইল ও ইমেইল ঠিকানা ছিল। মানুষের প্রয়োজনে প্রকাশিত বই গুলো খুবই জনপ্রিয়তা পায়।
তথ্য ভিত্তিক গাইড এর প্রকাশক ও সম্পাদক জাহিদুল ইসলাম মামুন অনলাইন নিউজ পেপার ইউনিভার্সেল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশাল বিভাগ ও জেলার জনস্বার্থে বিজ্ঞাপন মুক্ত সাতটি তথ্য ভিত্তিক প্রকাশিত গাইড বই গুলো বিভাগের ৬ জেলা ৪২ উপজেলার সব বয়সের পাঠকদের মাঝে খুব স্বল্প মূল্যে বিশ হাজার কপি বই ইতিমধ্যে বিক্রি হয়েছে।
লেখালেখি আমার শখ। যোগ করেন তিনি। জাহিদুল বলেন, তবে কতটা নিজে সফল হয়েছি বা কি পেয়েছি তা ভাবিনি কখনও…
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply