বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সমানে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নোয়াব আলী’র মেয়ে নুরুন্নাহার বেগমের দোকানে সন্ত্রাসী হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টার দিকে এক যুবতী নিজেকে শেবাচিম হাসপাতালের মেয়ে পরিচয় দিয়ে এই দোকানে হামলা চালায়। সন্ত্রাস প্রকৃতির যুবতী দোকানী নুরুন্নাহারকে বেধম মারধর করে। পাশাপাশি তার দোকানে থাকা দুই হাজার ৭’শ টাকা লুটে নিয়েছে। এসময় হাসপাতালের আনসার সদস্যরা এসব শুধু চেয়ে চেয়ে দেখছে বলে অভিযোগ করেন হামলার শিকার দোকানী। এছাড়া পাশের দোকানদাররা দোকানী নুরুন্নাহারকে মারধর করতে ওই যুবতীকে লেলিয়ে দিয়েছে।
এদিকে, সন্ত্রাসী হামলা চালানো কে এই যুবতী তার পরিচয় পাওয়া যায় নি। কেউ বলেছেন, সন্ত্রাস প্রকৃতির উশৃঙ্খল যুবতী। আবার কেউ বলেছেন, যুবতীর মানসিক সমস্যা রয়েছে। তবে হামলা চালানো যুবতীকে আনসার সদস্যরা এবং পাশের দোকানদাররা চিনেন বলে মন্তব্য করেন হামলার শিকার নারী।
দোকানী নুরুন্নাহার কান্নাজড়িত কন্ঠে আইন শৃঙ্খলা বাহিনীর আশু দৃষ্টি কামনা করে বলেন, হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply