বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ইউনিভার্সেল নিউজ : বরিশালে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতাদের ওপর জাতীয়বাদী মৎস্যজীবী দলের সভাপতি রুস্তম আলী মল্লিকের নেতৃত্বে আওয়ামী লীগের দোসরদের নিয়ে দফায় দফায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে- জেলেদের জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়নে বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নে গঠিত ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি নিয়ে বাণিজ্য করার পাঁয়তারার লক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন মৎস্যজীবী দল নেতা রুস্তুম আলী মল্লিক। এমনকি ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি গঠনে ভূমিকা রাখা নেতৃত্বদানকারী জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে পথচলা ব্যক্তিদের হুমকি-ধামকি দিয়ে আসছেন মৎস্যজীবী দলের এই নেতা।
ক্ষুদ্ধ কর্মীরা বলছেন, মূলত : প্রকৃত জেলেদের নিয়ে গঠন হওয়া ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কার্যক্রম নিজের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেন তিনি। জেলে সমিতিকে ব্যবহার করে মৎস্যজীবী দলের সাইনবোর্ড টানিয়ে নিজের ব্যক্তি স্বার্থ হাসিলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেই তিনি একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলছেন। এরআগে তিনি সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি নিয়ে ব্যাপক বাণিজ্য করেছেন।বিশেষ করে মোটা অঙ্কের বিনিময়ে অসাংগঠনিকভাবে কমিটিতে ঠাঁই দিয়েছেন মাদক কারবারী, আওয়ামী লীগ শাসনামলে বিএনপির বিপক্ষে অবস্থান নেওয়া স্বৈরাচারের দোসরদের। এসব কারণে ক্ষোভে ফেটে পড়েন জাতীয়তাবাদী আর্দশের চেতনায় বিশ্বাসী কর্মীদের মাঝে। তারা কোনভাবেই মৎস্যজীবী দলে রুস্তম আলী মল্লিকের নেতৃত্ব, কর্তৃত্ব মানতে পারছেন না।
জেলে ও জেলে সমিতির নেতৃবৃন্দ বলছেন, কমিটি বাণিজ্যে বহুল বিতর্কিত রুস্তম আলী মল্লিকের কোন কমান্ড জেলে সংগঠনগুলো মানার প্রশ্নই আসে না। তাদের ভাষ্য, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দলের নাম ভাঙ্গিয়ে লাখ লাখ টাকা কামিয়েছেন তিনি। ৫ আগস্ট দেশের প্রক্ষাপট পরিবর্তনের পর মৎস্যজীবী দলের বিতর্কিত নেতা রুস্তম মল্লিক জাতীয়তাবাদী দলের সাংগঠনিক কাঠামোর বিরুদ্ধে গিয়ে গোপন সমঝোতার লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের দোসরদের নানাভাবে পূর্নবাসন করে চলছেন। একইসঙ্গে দলের নিবেদিত কর্মীদের মতামত ও মূল্যায়ন না করে আওয়ামী লীগের দোসরদের নিয়েই কমকাণ্ড চালাচ্ছেন। পাশাপাশি উল্টো দোসরদেরকে ক্যাডার হিসেবে ব্যবহার করে দলের ত্যাগী কর্মীদের ওপর নির্যাতন চালাতে ঝাঁপিয়ে পড়ছেন। ইলিশ ধরা বন্ধের সময়কালে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লিফলেট নিতে এসে নগরীর বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদের সামনে জেলে সমিতির নেতৃত্ব দেওয়া নেতারা হামলার শিকার হন। এরপর বিবির পুকুর পাড়ে দ্বিতীয় দফায় তাদের ওপর ফের হামলা চালানো হয়। মৎস্যজীবী দলের নেতা রুস্তম আলী মল্লিকের নেতৃত্বে আওয়ামী লীগের দোসর মনির হাওলাদার, রনি হাওলাদার, শহিদ, রহমান হামলা চালিয়েছে। হামলায় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃত্বদানকারী সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খোকন হাওলাদার আহত হয়েছেন। এছাড়া চন্দ্রমোহন জেলে সমিতির নেতা মিলন দেওয়ানের কাছে থাকা নগদ ৭ হাজার টাকা সহ মানি ব্যাগ লুটে নিয়েছে হামলাকারীরা।
হামলার প্রতিবাদে তাৎক্ষনিক তারা বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ন্যাক্কারজনক এহেন হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে দলের নেতৃবৃন্দের আশু দৃষ্টি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের নেতা রফিক খান, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি শায়েস্তাবাদ ইউনিয়ন শাখার সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক হাসানুল, চরকাউয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লিটন, চন্দ্রমোহন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিলন দেওয়ান, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, চরমোনাই ইউনিয়ন শাখার সভাপতি খলিল হাওলাদার, চরকাউয়া ইউনিয়ন শাখার সভাপতি কবির শরীফ, চরবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি হান্নান, চন্দ্রমোহন ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার।
বরিশাল মৎস্যজীবী দলের সভাপতি রুস্তম আলী মল্লিক ইউনিভার্সেল নিউজকে বলেন, বিএনপির রাজনীতিতে আমার কেমন ত্যাগ রয়েছে, এটা দলের নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। আমি কখনোই ব্যক্তি স্বার্থ উদ্ধারের রাজনীতি করিনি। আমার রাজনীতির চর্চাটা হচ্ছে দলের স্বার্থে গণমানুষের পক্ষে কাজ করা। এজন্য জাতীয়তাবাদী দল কিংবা মৎস্যজীবী দলকে শক্তিশালী করতে গঠনমূলক রাজনীতি করে আসছি। তিনি বলেন, যারা আমার বিরুদ্ধে কথা বলছে, ওদের পরিচয় ওরা টোকাই। আর টোকাইরা আমার সম্পর্কে যেসব মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে সেসব বিষয় নিয়ে আমি কর্ণপাতও করছি না।
© All rights reserved ©2022-2026 universalnews24.comDesign By Ahmed Jalal.
Leave a Reply